ad
ad

Breaking News

WB Green Energy Job Vacancies

WB Green Energy Job Vacancies: ওয়েস্ট বেঙ্গল গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, প্রোজেক্ট ম্যানেজার (ইলেকট্রিক্যাল) পদে শূন্যপদ ১। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে।

WB Green Energy Job Vacancies 2025 Announced

West Bengal energy development

Bangla Jago Desk: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অধীনে প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে। ১১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। ডাকযোগে বা কুরিয়ার মারফত আবেদনপত্র সিল করা খামে ভরে পাঠাতে হবে এই ঠিকানায়—“Managing Director, West Bengal Green Energy Development Corporation Ltd., Bikalpa Shakti Bhavan, J-1/10, EP & GP Block, Saltlake, Sector-V, Kolkata-700091″(WB Green Energy Job Vacancies)

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, প্রোজেক্ট ম্যানেজার (ইলেকট্রিক্যাল) পদে শূন্যপদ ১। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কমপক্ষে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের দফতর /সরকারি সংস্থা/পুরনিগমে সুপার ইন্টেনডিং ইঞ্জিনিয়ার হিসাবে কাজ থেকে অবসর নিতে হবে। বয়স হতে হবে ৬৩ বছর। মাসে বেতন মিলবে ৮০ হাজার টাকা করে। প্রোজেক্ট কো-অর্ডিনেটর (ইলেকট্রিক্যাল) পদে শূন্যপদ ১। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের দফতর /সরকারি সংস্থা/পুরনিগমে ডিভিশনাল বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে কাজ থেকে অবসর নিতে হবে। বয়স হতে হবে ৬৩ বছর। মাসে বেতন মিলবে ৭০ হাজার টাকা করে (WB Green Energy Job Vacancies)।

আরও পড়ুনঃ Daspur: মনোনয়ন ঘিরে বিক্ষোভ, সমবায় ব্যাঙ্ক থেকে টাকা তলার হিড়িক গ্রাহকদের 

অ্যাসিসট্যান্ট প্রোজেক্ট এক্সিকিউটিভ (সিভিল) পদে শূন্যপদ ১। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ার পদে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্ট্রাকচারাল ডিজাইন ও সফটওয়্যার ডিজাইনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে। অ্যাসিসট্যান্ট প্রোজেক্ট এক্সিকিউটিভ (মেকানিক্যাল) পদে শূন্যপদ ১। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যার ডিজাইনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে (WB Green Energy Job Vacancies)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

কীভাবে করবেন আবেদন

আগ্রহী চাকরিপ্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট (www.wbgedcl.in) মারফত আবেদনপত্র ডাউনলোড করে নিয়ে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগ বা সরাসরি গিয়ে জমা দিতে হবে। ১১ জুলাইয়ের মধ্যে এই ঠিকানায়—“Managing Director, West Bengal Green Energy Development Corporation Ltd., Bikalpa Shakti Bhavan, J-1/10, EP & GP Block, Saltlake, Sector-V, Kolkata-700091” জমা দিতে হবে। বাছাই করা চাকরিপ্রার্থীদের নামের তালিকা ও ইন্টারভিউয়ের নির্ঘণ্ট প্রকাশ করা হবে অফিশিয়াল ওয়েবসাইটে। চাকরিপ্রার্থীদের রাজ্যের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। ইমেইল মারফত আবেদন গ্রাহ্য নয়। অসম্পূর্ণ আবেদনপত্র গ্রাহ্য নয় (WB Green Energy Job Vacancies)।