চিত্র : প্রতীকী
Bangla Jago Desk: উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলা বিচারক আদালতে ইংরেজি ভাষায় স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে। গ্রুপ বি গ্রেড থ্রি পদে স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে। মোট ৩টি শূন্যপদ। ২টি ওবিসি আর একটা আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত। ২২ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (https://uttardinajpurcourtrecruitment2024.in) মারফত।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় পাশ করলেই আবেদন করতে পারবেন। কম্পিউটার ট্রেনিংয়ে শংসাপত্র থাকতে হবে। শর্টহ্যান্ডে স্পিড প্রতি মিনিটে ৮০টি শব্দ আর টাইপিংয়ের স্পিড প্রতি মিনিটে ৪০ শব্দ থাকতে হবে। ৩ ধাপে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। প্রথম পর্যায়ে স্ক্রিনিং টেস্ট, দ্বিতীয় পর্যায় ডিক্টেশন ও ট্রান্সক্রিপশনের পরীক্ষা আর তৃতীয় পর্যায় টাইপিং টেস্টের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। এরপর পার্সোনালিটি ও কম্পিউটার স্কিল টেস্ট হবে।
৬০০ টাকা আবেদনমূল্য লাগবে। ব্যাঙ্কের চার্জ অতিরিক্ত। মাসে বেতন মিলবে ৩২,১০০-৮২,৯০০ টাকার মধ্যে। আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে আর ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। অনলাইন পোর্টাল মারফত আবেদন করার সময় পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সই, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্র, জাতিগত শংসাপত্র স্ক্যান করে বৈধ ইমেইল আইডি আর মোবাইল ফোন নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার পর আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্রের কপি ডাউনলোড করে রেখে দিতে হবে।