চিত্র- প্রতীকী
Bangla Jago Desk: মৌ বসু: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশ তথা বাংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। ডায়াবেটিস জনিত জটিলতা নিয়ে গবেষণার জন্য SERB র দেওয়া তহবিল ভিত্তিক প্রকল্পের কাজে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জ্যুলজি বিভাগের অধ্যাপক রাকেশ কুণ্ডর অধীনে গবেষণার জন্য একটি শূন্যপদে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে ইমেইল বা ডাকযোগে আবেদন করতে হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ফেলোশিপের প্রাথমিক মেয়াদ ২০২৬ সালের ১৫ অক্টোবর পর্যন্ত। পরে প্রকল্পের কাজ ও তহবিলের অর্থের ওপর নির্ভর করে ফেলোশিপের মেয়াদ বাড়ানো হতে পারে। প্রথম ২ বছর ফেলোশিপের ভাতা মিলবে মাসে ৩১ হাজার টাকা করে। পরবর্তী বছরে মিলবে ৩৫ হাজার টাকা করে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া মিলবে অতিরিক্ত। জ্যুলজি/অ্যানিম্যাল সায়েন্স বা সমতুল্য বিষয় এমএসসি ডিগ্রি থাকতে হবে। জাতীয় স্তরের নেট বা গেট পরীক্ষায় পাশ করতে হবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। মহিলা, তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ৫ বছরের ছাড় মিলবে।
কীভাবে করবেন আবেদন
সাদা কাগজে বা ইমেইল ফরম্যাটে আবেদন করতে হবে। সাবজেক্টে লিখতে হবে—“Application for JRF position SERB project, Ref. No. CRG/2022/007004”। ইমেইল করতে হবে এই ঠিকানায় —“[email protected]”। ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়—” Dr. Rakesh Kundu, Principal Invetigator, Department of Zoology, Visva-bharati, Santiniketan, pin-731235″। আবেদনপত্রের সঙ্গে সম্পূর্ণ জীবনপঞ্জি, নাম, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, নেট/গেট পরীক্ষার নম্বর, ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকলে তা বিশদভাবে জানাতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে।