ad
ad

Breaking News

Job Vacancy

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, কীভাবে করবেন আবেদন

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জ্যুলজি বিভাগের অধ্যাপক রাকেশ কুণ্ডর অধীনে গবেষণার জন্য একটি শূন্যপদে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে ইমেইল বা ডাকযোগে আবেদন করতে হবে।

Recruitment of Junior Research Fellows at Visva-Bharati University, how to apply

চিত্র- প্রতীকী

Bangla Jago Desk: মৌ বসু: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশ তথা বাংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। ডায়াবেটিস জনিত জটিলতা নিয়ে গবেষণার জন্য SERB র দেওয়া তহবিল ভিত্তিক প্রকল্পের কাজে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জ্যুলজি বিভাগের অধ্যাপক রাকেশ কুণ্ডর অধীনে গবেষণার জন্য একটি শূন্যপদে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে ইমেইল বা ডাকযোগে আবেদন করতে হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ফেলোশিপের প্রাথমিক মেয়াদ ২০২৬ সালের ১৫ অক্টোবর পর্যন্ত। পরে প্রকল্পের কাজ ও তহবিলের অর্থের ওপর নির্ভর করে ফেলোশিপের মেয়াদ বাড়ানো হতে পারে। প্রথম ২ বছর ফেলোশিপের ভাতা মিলবে মাসে ৩১ হাজার টাকা করে। পরবর্তী বছরে মিলবে ৩৫ হাজার টাকা করে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া মিলবে অতিরিক্ত। জ্যুলজি/অ্যানিম্যাল সায়েন্স বা সমতুল্য বিষয় এমএসসি ডিগ্রি থাকতে হবে। জাতীয় স্তরের নেট বা গেট পরীক্ষায় পাশ করতে হবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। মহিলা, তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ৫ বছরের ছাড় মিলবে।

কীভাবে করবেন আবেদন

সাদা কাগজে বা ইমেইল ফরম্যাটে আবেদন করতে হবে। সাবজেক্টে লিখতে হবে—“Application for JRF position SERB project, Ref. No. CRG/2022/007004”। ইমেইল করতে হবে এই ঠিকানায় —[email protected]। ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়—” Dr. Rakesh Kundu, Principal Invetigator, Department of Zoology, Visva-bharati, Santiniketan, pin-731235″। আবেদনপত্রের সঙ্গে সম্পূর্ণ জীবনপঞ্জি, নাম, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, নেট/গেট পরীক্ষার নম্বর, ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকলে তা বিশদভাবে জানাতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে।