Bangla Jago Desk: দক্ষিণবঙ্গের জেলা বীরভূমের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার উচ্চ মাধ্যমিক পাশেই এই জেলায় চাকরির সুযোগ তৈরি হয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের তরফে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, বীরভূমের রামপুরহাট স্বাস্থ্য জেলা অধিকর্তার দফতরের তরফে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ১টি শূন্যপদে ডেন্টাল টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক স্তরে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে।
ডেন্টাল টেকনিশিয়ান নিয়ে ২ বছরের ডিপ্লোমা থাকতে হবে। পশ্চিমবঙ্গ ডেন্টাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা। এছাড়াও ডেন্টাল সার্জন পদে আবেদন করা যাবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ডেন্টাল সার্জারি নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পশ্চিমবঙ্গ ডেন্টাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৪২ হাজার টাকা।
২টি শূন্যপদেই আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট (wbhealth.gov.in) ও বীরভূমের জেলা স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট (birbhum.nic.in) মারফত আবেদন করতে হবে ২১ সেপ্টেম্বরের মধ্যে। ১৮ সেপ্টেম্বরের মধ্যে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড ও ইউপিআই পেমেন্ট মারফত অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের ৫০ টাকা আর সাধারণ শ্রেণির চাকরিপ্রার্থীদের ১০০ টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।