চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশ তথা রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে ৮টি শূন্যপদে গেস্ট লেকচারার পদে নিয়োগ করা হবে। ইতিহাস বিভাগে গেস্ট লেকচারার পদে নিয়োগ করা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ইতিহাসে সাম্মানিক স্নাতক বা ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নেট/স্লেট পরীক্ষায় পাশ করতে হবে। ইতিহাসে পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষকের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
এক বছরের জন্য নিয়োগ করা হবে প্রাথমিকভাবে। ক্লাসপিছু ৫০০ টাকা করে সাম্মানিক ভাতা দেওয়া হবে। ২৯ জানুয়ারির মধ্যে ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের নেওয়া হবে। ২৯ জানুয়ারি সকাল ১১টায় ইতিহাস বিভাগের অফিস অফ দ্য হেড অফ ডিপার্টমেন্টে, পিজি আর্টস বিল্ডিংয়ে, ৩ তলায় ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের দিন জীবনপঞ্জি, সচিত্র পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথিপত্রের আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি আনতে হবে।