ad
ad

Breaking News

Rail

Rail: ৬ হাজারের বেশি শূন্যপদে রেলে প্রযুক্তিবিদ নিয়োগ

মোট ৬১৮০টি শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

railway recruitment 2025 technician group c 6180 vacancies

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আহমেদাবাদের সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পর থেকেই রেল (Rail) সফর নিয়েও আতঙ্ক ছড়িয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে। একের পর এক প্রযুক্তিগত ত্রুটি এবং যান্ত্রিক বিভ্রাটের ঘটনা ঘিরে আশঙ্কা, ট্রেন যাত্রাও কি এবার ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে?

এই পরিস্থিতিতে দেশজুড়ে রেল নিরাপত্তা ও প্রযুক্তিগত নির্ভরতা বাড়াতে এবার ৬ হাজারের বেশি শূন্যপদে প্রযুক্তিবিদ নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। মোট ৬১৮০টি শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল বিভাগের সমস্ত শাখা মিলিয়ে এই শূন্যপদের ঘোষণা করা হয়েছে। সিগনাল টেকনিশিয়ান ও টেকনিশিয়ান হিসাবে মোট ৬১৮০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। দক্ষিণ রেলের জন্য ১২১৫, পূর্ব রেলের ১১১৯টি, পশ্চিম রেলে ৮৪৯টি, উত্তর রেলে ৪৭৮টি শূন্যপদ রয়েছে। (Rail)

[আরও পড়ুনঃ Dual Identity: দ্বৈত পরিচয়পত্র নিয়ে গ্রেফতার, মালদা থেকে ধৃত বাংলাদেশি যুবক]

কীভাবে করবেন আবেদন?

২৮ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত রেলওয়ে শাখার অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করতে হবে অনলাইনে। রেজিষ্ট্রেশন করতে হবে। আবেদনপত্রে সঠিক তথ্য দিতে হবে। প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র সাবমিট করার পর প্রিন্ট আউট বের করে নেবেন। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, উভয় পদেই আবেদনের জন্য কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে। সিগনাল টেকনিশিয়ান পদে আবেদনের জন্য সর্বোচ্চ ৩৩ আর টেকনিশিয়ান পদে আবেদনের জন্য সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন জানানো হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় মিলবে। টেকনিশিয়ান পদে মাসে বেতন মিলবে ১৯,৯০০ টাকা আর সিগনাল টেকনিশিয়ান পদে মাসে বেতন মিলবে ২৯,২০০ টাকা। এছাড়াও একাধিক সুযোগ সুবিধা মিলবে। (Rail)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

সিগনাল টেকনিশিয়ান পদে আবেদনের জন্য পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস ও কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতক হতে হবে। সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলেই হবে। টেকনিশিয়ান পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই পাশ করতে হবে।

নিয়োগ পদ্ধতি:

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, নথিপত্র যাচাই ও শারীরিক পরীক্ষা করানো হবে। আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শংসাপত্র ও মার্কশিট, বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর, ঠিকানার প্রমাণপত্রর মতো নথিপত্র যাচাই করা হবে।(Rail)