ad
ad

Breaking News

Job

ফের সুখবর, শুরু হল গ্রাম পঞ্চায়েতে ৬৬৫২ শূন্যপদে নিয়োগের জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন

রাজ্যের গ্রাম পঞ্চায়েতের ৬৬৫২টি শূন্যপদে নিয়োগের জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

Online Registration for 6652 Vacancies in Gram Panchayat

Bangla Jago Desk : রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের গ্রাম পঞ্চায়েতের ৬৬৫২টি শূন্যপদে নিয়োগের জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামান্নোনয়ন দফতর West Bengal Panchayat Recruitment Management System নামক ওয়েব পোর্টাল চালু করেছে। wbprms.in লিঙ্ক মারফত অনলাইনে আবেদন করতে হবে।

গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ৬৬৫২টি শূন্যপদে নিয়োগ করা হবে। এক্সিকিউটিভ অ্যাসিসট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি, অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফর্মেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিসট্যান্ট, স্টেনোগ্রাফার, অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিসট্যান্ট, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/সিভিল), পরিষদ পাবলিক হেলথ অফিসার, সিস্টেম ম্যানেজার, অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিসট্যান্ট ক্যাশিয়ার ও কম্পিউটার অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে।

জেলাওয়ারি আলিপুরদুয়ারে ৯৬, বাঁকুড়ায় ৫৪১, বীরভূমে ১২৯, কোচবিহারে ১৫১, দক্ষিণ দিনাজপুরে ৩৩১, দার্জিলিংয়ে ৫৩৯, হুগলিতে ১০৪, হাওড়ায় ১০৩, জলপাইগুড়িতে ১৫১, ঝাড়গ্রামে ২০০, কালিম্পংয়ে ১৫১, মালদহে ১০২, মুর্শিদাবাদে ১৩৩, নদিয়ায় ৪৮৬, উত্তর ২৪ পরগনায় ৩৭৯, পশ্চিম বর্ধমানে ৪৮৫, পশ্চিম মেদিনীপুরে ৯৭, পূর্ব বর্ধমানে ২৩৮, পূর্ব মেদিনীপুরে ২৩৮, পুরুলিয়ায় ৩১১, দক্ষিণ ২৪ পরগনায় ৪৮৪ ও উত্তর দিনাজপুরে ২০০টি শূন্যপদ রয়েছে।