ad
ad

Breaking News

চাকরি

ভূমি সংস্কার দফতরে চাকরির নয়া সুযোগ! কীভাবে করবেন আবেদন?

৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। ৪০ নম্বরের কম্পিউটারের পরীক্ষা। ১০ নম্বরের পার্সোনালিটি পরীক্ষা।

New job opportunity in land reform office! How to apply?

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: মৌ বসু : পূর্ব মেদিনীপুর জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভূমি সংস্কার দফতরে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক চাকরি। ৩ বছরের জন্য অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি। মোট শূন্যপদ ১৯। মাসে বেতন মিলবে ১৩ হাজার টাকা করে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বিএলঅ্যান্ডএলআরও, এসডিএলঅ্যান্ডএলআরও, ডিএলঅ্যান্ডএলআরও দফতরে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। জেলার জমির রেকর্ড কম্পিউটারে রাখতে হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীকে পূর্ব মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। ন্যূনতম ৬০% নম্বর পেয়ে পাশ করতে হবে। ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ২১-৪৫ বছরের মধ্যে। অনলাইনে আবেদন করতে হবে পূর্ব মেদিনীপুরের অফিশিয়াল ওয়েবসাইট “www.purbamedinipur.gov.in” এর মারফত ১৫ জানুয়ারির মধ্যে। বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, স্নাতক স্তরের পরীক্ষার মার্কশিট, কম্পিউটার কোর্সের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে।

[আরও পড়ুন: তৃণমূল নেতা খুনে দুই ওয়ান্টেডকে ধরতে পুরস্কার ঘোষণা পুলিশের]

কীভাবে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে-

৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। (কম্পিউটার জ্ঞান ও রিজনিংয়ের ৩০ নম্বরের পরীক্ষা। ১০ নম্বরের গণিত আর ১০ নম্বরের ইংরেজির পরীক্ষা হবে)। ৪০ নম্বরের কম্পিউটারের পরীক্ষা। ১০ নম্বরের পার্সোনালিটি পরীক্ষা।

[আরও পড়ুন: নদিয়ায় কুয়াশার জেরে উল্টে গেল গাড়ি, আহত ৪]

কবে লিখিত পরীক্ষা হবে-

৯ ফেব্রুয়ারিতে লিখিত পরীক্ষা হবে। নথিপত্র যাচাইয়ের পর লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। অফিশিয়াল ওয়েবসাইট মারফত অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে।