চিত্র: প্রতীকী
Bangla Jago Desk: আগামী ১১ নভেম্বর হবে কলকাতা পুলিশের নিয়োগের পরীক্ষা (Kolkata Police Recruitment)। ওইদিন হবে কলকাতা পুলিশের ২০২৩ সালের সাব ইনস্পেকটর ও ইনস্পেক্ট্রেস (আন আর্মড), সাব ইনস্পেকটর (সশস্ত্র) ও সার্জেন্ট পদের নিয়োগের জন্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (পিএমটি) ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (পিইটি)। শারীরিক পরীক্ষার জন্য এরমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নতুন নোটিশ ঘোষণা করেছে।
আরও পড়ুনঃ Tight Jeans: নিয়মিত পরছেন টাইট জিন্স? কোন বিপদ ডেকে আনছেন জানেন?
প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ৩ নভেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট (https://prb.wb.gov.in) ও কলকাতা পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট (www.kolkatapolice.gov.in) এ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (পিএমটি) ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (পিইটি) পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। ২টি ওয়েবসাইটেই নির্দিষ্ট লিঙ্ক (wbprb.applythrunet.co.in) ক্লিক করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট বের করে নিন। নাহলে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না (Kolkata Police Recruitment)।
গত সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় যে, কলকাতা পুলিশের বিভিন্ন শূন্যপদে নিয়োগের লিখিত পরীক্ষায় বদল আনা হয়েছে। কলকাতা পুলিশের ২০২৩ সালের সার্জেন্ট ও সাব ইনস্পেকটর বা সাব ইনস্পেকট্রেস (আনআর্মড) আর সাব ইনস্পেকটর (সশস্ত্র বাহিনী) পদে ফাইনাল কম্বাইন্ড লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর। নতুন দিনক্ষণ পরে জানানো হবে।
FB POST: https://www.facebook.com/share/r/1AVri6AkiN/
পাশাপাশি, ২০২৪ সালের কলকাতা পুলিশের কনস্টেবল বা লেডি কনস্টেবল পদে নিয়োগের প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি। সেই পরীক্ষার দিনক্ষণ এগিয়ে এসেছে। সেই পরীক্ষা হবে ২০২৫ সালের ২১ ডিসেম্বর। এবার জানানো হল কবে হবে কলকাতা পুলিশের ২০২৩ সালের সার্জেন্ট ও সাব ইনস্পেকটর বা সাব ইনস্পেকট্রেস (আনআর্মড) আর সাব ইনস্পেকটর (সশস্ত্র বাহিনী) পদে শারীরিক পরীক্ষা।