ad
ad

Breaking News

কলকাতা মেট্রোরেলে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন

কলকাতা মেট্রোরেলে তবলা ও সিন্থেসাইজার বাদ্যযন্ত্রশিল্পীদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালচারাল কোটায় গ্রুপ সি পদে নিয়োগ করা হবে।

Kolkata Metro Announces Recruitment for Group C Posts: Application Process Explained

সংগৃহীত

Bangla Jago desk: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা মেট্রোরেলে তবলা ও সিন্থেসাইজার বাদ্যযন্ত্রশিল্পীদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালচারাল কোটায় গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২টি। ৩১ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। প্রত্যন্ত এলাকার চাকরিপ্রার্থীদের জন্য আবেদন করা যাবে ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, গ্রুপ সি (in suitable post) Tabla র পদে আবেদনের জন্য ন্যূনতম ৫০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। অথবা মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর আইটিআই বা অ্যাপ্রেনটিসশিপ করতে হবে। ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। লেভেল ২ ইন পে ম্যাট্রিক্স অফ সেভেন্থ সিপিসি। গ্রুপ সি (in suitable post) Synthesizer পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি /ডিপ্লোমা/ শংসাপত্র থাকতে হবে। ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। লেভেল ২ ইন পে ম্যাট্রিক্স অফ সেভেন্থ সিপিসি।

আবেদনকারীদের পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। লিখিত পরীক্ষার পর ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। মহিলা, আর্থিক ভাবে দুর্বল ও তপশিলি চাকরিপ্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদনমূল্য। পুরোটাই ফেরতযোগ্য। ৬০ নম্বরের লিখিত পরীক্ষা আর ৩৫ নম্বরের প্র্যাক্টিকাল ডেমনস্ট্রেশন ও ১৫ নম্বরের পদক ও শংসাপত্র যাচাইয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে কোয়ালিফাই করতে।

আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর লিখতে হবে “Application for the post of —–, Discipline ——“। রেজিস্টার্ড পোস্টে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে পাঠাতে হবে Deputy Chief Personnel Officer, Metro Railway, Kolkata র কাছে।