ad
ad

Breaking News

KMC Job Recruitment

KMC Job Recruitment: কলকাতা পুর নিগমে একাধিক শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

মাসে বেতন মিলবে ১৮-৬০ হাজার টাকার মধ্যে।

KMC Job Recruitment 2025: 39 Vacancies for Various Posts

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুর নিগম (কেএমসি)-তে একাধিক শূন্যপদে চাকরির সুযোগ রয়েছে। মোট ৩৯ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে ১৪ নভেম্বরের আগে কলকাতা পুর নিগমের অফিশিয়াল ওয়েবসাইট kmcgov.in মারফত আবেদন করতে হবে। মাসে বেতন মিলবে ১৮-৬০ হাজার টাকার মধ্যে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার ও ডিস্ট্রিক্ট পিএমডিটি এইচআইভি কো-অর্ডিনেটর পদে শূন্যপদ ২টি করে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে শূন্যপদ ৩। বয়স হতে হবে ১৯-৪০ বছরের মধ্যে। টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর পদে শূন্যপদ ৫। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ২। বয়স হতে হবে ২১-৬২ বছরের মধ্যে। প্রোজেক্ট অ্যাকাউন্টস অফিসার পদে শূন্যপদ ১। প্রোজেক্ট অ্যাকাউন্ট্যান্ট পদে শূন্যপদ ৩। অ্যাকাউন্ট্যান্ট পদে শূন্যপদ ৪। ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে শূন্যপদ ১। অ্যাসিসট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে শূন্যপদ ১। হেড অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ ২। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
পদে শূন্যপদ ২। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে শূন্যপদ ২। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল) পদে শূন্যপদ ৭। এসব পদে আবেদনের জন্য বয়সসীমা ৬২ বছর (KMC Job Recruitment)।

আরও পড়ুনঃ ম্যানহোল সাফাইয়ে প্রাণহানিতে দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে পরিবারকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পদে মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে। ডিস্ট্রিক্ট পিএমডিটি এইচআইভি কো-অর্ডিনেটর পদে মাসে বেতন মিলবে ২৬ হাজার টাকা করে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে। টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর পদে মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা করে। মেডিক্যাল অফিসার পদে মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকা করে। বাকি সব পদে সরকারি নিয়ম অনুযায়ী মাসে বেতন মিলবে। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, ডিস্ট্রিক্ট পিএমডিটি এইচআইভি কো-অর্ডিনেটর, ল্যাবরেটরি টেকনিশিয়ান, টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর ও মেডিক্যাল অফিসার পদে ডাকযোগে আবেদন করা যাবে এই ঠিকানায় (CTO Kolkata, Tangra Chest Clinic, 15/1 Gobindo Khatick Road, Kolkata-46) অথবা ইমেইল আইডি ([email protected]) মারফত আবেদন করা যাবে (KMC Job Recruitment)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

অফলাইনে আবেদন করার শেষ তারিখ ১০ নভেম্বর। বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখুন। কোনো আবেদনমূল্য লাগবে না। সরাসরি ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে (KMC Job Recruitment)।