গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুর নিগম (কেএমসি) সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল বিভাগে সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করবেন। মোট শূন্যপদ ১২৫। এই মর্মে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। ১৩ জুন থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। ৮ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট www.mscwb.org মারফত। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, সিভিল বিভাগে সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ৭৮। মেকানিক্যাল বিভাগে সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ২৬ আর ইলেকট্রিক্যাল বিভাগে সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ১৯। আগ্রহী চাকরিপ্রার্থীদের এআইসিটিই অনুমোদিত যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা থাকতে হবে। বয়স হতে হবে ১৮-৩৭ বছরের মধ্যে।
আরও পড়ুনঃ Lalit Hockey Retirement: আন্তর্জাতিক হকিকে আলবিদা জানালেন ললিত
বাংলার তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর আর ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর ছাড় মিলবে। শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারেন। অন্য রাজ্যের তপশিলি জাতি ও উপজাতি আর ওবিসি চাকরিপ্রার্থীদের জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থী হিসাবে বিবেচনা করা হবে। আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের গ্রামীণ এলাকার বাসিন্দা হলে মহকুমা শাসক, পুর এলাকার বাসিন্দা হলে সাব ডিভিশনাল অফিসার আর কলকাতা পুর নিগম এলাকার বাসিন্দা হলে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের কাছ থেকে আয়ের শংসাপত্র জমা দিতে হবে। পে ম্যাট্রিক্স অফ রোপা-২০১৯ এর পে লেভেল ১২ অনুযায়ী মাসে বেতন মিলবে।
কীভাবে প্রার্থী বাছাই করা হবে
কলকাতা কেন্দ্রে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ২০০ নম্বরের ওএমআর শিট ভিত্তিক লিখিত পরীক্ষা হবে। ২০ নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসে। পার্সোনালিটি টেস্টের জন্য চাকরিপ্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে ৫০ টাকার বন্ড জমা দিতে হবে।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
কীভাবে করবেন আবেদন অনলাইনে
ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট “www.mscwb.org” গিয়ে ক্লিক করুন। অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন। বিলডেস্ক অনলাইন পেমেন্ট মারফত আবেদনমূল্য জমা দিতে হবে। অসংরক্ষিত, ওবিসি, আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য ২০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর ই-অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন। অ্যাডমিট কার্ডে রোল নম্বর ও পরীক্ষার তারিখ ও সময় দেওয়া থাকবে। ৮ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।