ad
ad

Breaking News

রাজ্য সরকার

খুব শীঘ্রই রাজ্যে একাধিক শূন্যপদে নিয়োগ হবে! বড়সড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

Bangla Jago Desk: রাজ্য সরকার বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে গ্রাম পঞ্চায়েতে ৬,৬৫২ জন এবং পঞ্চায়েত সমিতিতে ৫৬৪ জনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে পঞ্চায়েতের মোট ৭,২১৬ জনকে নিয়োগ করা হবে। নতুন বছরে গত বৃহস্পতিবার প্রথমবার বৈঠকে বসেছিল রাজ্যের মন্ত্রিসভা। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল নিয়োগ এবং […]

Bangla Jago Desk: রাজ্য সরকার বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে গ্রাম পঞ্চায়েতে ৬,৬৫২ জন এবং পঞ্চায়েত সমিতিতে ৫৬৪ জনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে পঞ্চায়েতের মোট ৭,২১৬ জনকে নিয়োগ করা হবে।

নতুন বছরে গত বৃহস্পতিবার প্রথমবার বৈঠকে বসেছিল রাজ্যের মন্ত্রিসভা। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল নিয়োগ এবং কর্মসংস্থান সংক্রান্ত বিষয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, দিন কয়েক আগে রাজ্যে স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিব বদল হয়েছে। স্বরাষ্ট্রসচিব পদে বসেছেন বিপি গোপালিক। স্বরাষ্ট্রসচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। তার পর প্রথম বার বৈঠকে বসেছে মন্ত্রিসভা।

এই বৈঠকের পরেই গ্রাম পঞ্চায়েতে ছ’হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও হাওড়ায় নতুন হোসিয়ারি ইউনিট খোলার বিষয়েও সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে এই বৈঠকে। সেই সঙ্গে মেটিয়াবুরুজে তৈরি হচ্ছে টেক্সটাইল হাব। জমি হস্তান্তরের বিষয়েও গুরুত্বপূর্ণ পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।





Free Access