গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোয় সুযোগ রয়েছে চাকরির। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোয় জুনিয়র রিসার্চ ফেলো, প্রোজেক্ট অ্যাসোসিয়েট, প্রোজেক্ট সায়েন্টিস্ট ও রিসার্চ সায়েন্টিস্ট পদে নিয়োগ করা হবে। ২১ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। ১১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে (ISRO Jobs)।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, জুনিয়র রিসার্চ ফেলো পদে শূন্যপদ ১৭। বয়স হতে হবে অসংরক্ষিত ক্ষেত্রে ও আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য ২৮ বছর, ওবিসিদের জন্য ৩১ আর তপশিলি প্রার্থীদের জন্য ৩৩ বছর। পদার্থবিদ্যা, ওশেনোগ্রাফি, জলবায়ু, জিওইনফর্মেটিক্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বৈধ নেট বা গেট পরীক্ষায় পাশ করার পর প্রাপ্ত নম্বর দরকার হবে। প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে শূন্যপদ ১০। বয়স হতে হবে অসংরক্ষিত ক্ষেত্রে ও আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য ৩৫ বছর, ওবিসিদের জন্য ৩৮ আর তপশিলি প্রার্থীদের জন্য ৪০ বছর (ISRO Jobs)।
আরও পড়ুনঃ Donald Trump: ‘গাজায় দ্রুত যুদ্ধবিরতি হবে’, জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট
সিএস, জিওইনফর্মেটিক্সে বিই/বিটেক ডিগ্রি থাকতে হবে। আরএস বা জিআইএসে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রোজেক্ট সায়েন্টিস্ট (পিএস আর পিএসবি) পদে শূন্যপদ ৩। বয়স হতে হবে অসংরক্ষিত ক্ষেত্রে ও আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য ২৮ বছর, ওবিসিদের জন্য ৩১ আর তপশিলি প্রার্থীদের জন্য ৩৩ বছর। জিওলজি, ক্লাইমেট সায়েন্স, ফরেস্ট্রিতে ডক্টোরেট বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। রিসার্চ সায়েন্টিস্ট পদে আরএস বা জিআইএস বা জিওলজিতে এমই/এমটেক বা এমএসসি ও স্নাতক স্তরে প্রয়োজনীয় ডিগ্রি থাকতে হবে। জেনারেল, ওবিসি, আর্থিক ভাবে দুর্বল, তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। যোগ্য মহিলা, তপশিলি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম ও প্রাক্তন সেনাকর্মীদের পরীক্ষায় বসলে আবেদনমূল্য ফেরত দেওয়া হবে (ISRO Jobs)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
কীভাবে করবেন আবেদন, কীভাবে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে
১১ জুলাইয়ের মধ্যে ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.nrsc.gov.in/Career Apply) মারফত আবেদন করতে হবে। প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন নম্বর মিলবে। আবেদনপত্র পূরণ করে, প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। BHARATKOSH মারফত আবেদনমূল্য জমা দিতে হবে। ফের লগইন করে আবেদনপত্র পুনরায় জমা দিতে হবে অনলাইন পেমেন্টের পর। রেজিষ্ট্রেশন নম্বর আর পেমেন্ট রিসিপ্ট ভালো করে রেখে দিন (ISRO Jobs)।