চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: মৌ বসু : রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা রাজ্যের বিদ্যুৎ পর্ষদ স্পেশাল অফিসার, সিক্যুরিটি অফিসার, অ্যাসিসট্যান্ট সিক্যুরিটি অফিসার, সিক্যুরিটি সুপারভাইজার ও স্পেশাল অফিসার (ল্যান্ড) পদে নিয়োগ করবে। মোট শূন্যপদ ১৫। চুক্তিভিত্তিক চাকরি। অফিশিয়াল ওয়েবসাইট “www.wbsedcl.in” এর Careers ট্যাবে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। ২১ জানুয়ারি ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। সকাল ১০টায় ওয়াক ইন ইন্টারভিউ হবে বিধাননগরে বিদ্যুৎ ভবনে ৮ তলায় সেমিনার হল-১ এ ইন্টারভিউ নেওয়া হবে।
[আরও পড়ুন: কার রেসিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! কেমন রয়েছেন অভিনেতা অজিত?]
স্পেশাল অফিসার পদে মোট শূন্যপদ ৭, মাসে বেতন মিলবে ৪০-৫০ হাজার টাকা। এসডিপিও/ডেপুটি পুলিশ সুপার/অবসরপ্রাপ্ত পুলিশ ইনস্পেক্টর আবেদনের যোগ্য। বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।
সিক্যুরিটি অফিসার পদে মোট শূন্যপদ ২, মাসে বেতন মিলবে ৫০ হাজার টাকা। অবসরপ্রাপ্ত অ্যাসিসট্যান্ট কমান্ডান্ট বা অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার আবেদনের যোগ্য। বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।
[আরও পড়ুন: কার রেসিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! কেমন রয়েছেন অভিনেতা অজিত?]
অ্যাসিসট্যান্ট সিক্যুরিটি পদে মোট শূন্যপদ ১টি। মাসে বেতন মিলবে ৩৩ হাজার টাকা। অবসরপ্রাপ্ত সাব ইনস্পেক্টর আবেদনের যোগ্য। বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।
সিক্যুরিটি সুপারভাইজার পদে মোট শূন্যপদ ১টি। মাসে বেতন মিলবে ২৯ হাজার টাকা। অবসরপ্রাপ্ত সাব ইনস্পেক্টর আবেদনের যোগ্য। বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।
স্পেশাল অফিসার (ল্যান্ড) পদে শূন্যপদ ৪টি। মাসে বেতন মিলবে ৪৮ হাজার টাকা। সরকারি রাজ্য ভূমি সংস্কার দফতরের অবসরপ্রাপ্ত আধিকারিক আবেদনের যোগ্য। বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।