ad
ad

Breaking News

Kolkata Book Fair

জানেন কি? ভারতের প্রথম বইমেলা বসেছিল কলকাতাতেই

১৯৮২ সালে ফ্রাঙ্কফুর্ট বইমেলার তৎকালীন ডিরেক্টর পিটার উইদার্স কলকাতায় আসেন। এরপরের বছরই কলকাতা বইমেলার আন্তর্জাতিক স্বীকৃতি মেলে। আজ কলকাতার সাংস্কৃতিক পরিচয় বহন করে কলকাতা আন্তর্জাতিক বইমেলা।

Did you know? India's first book fair was held in Kolkata.

Bangla Jago Desk: মৌ বসু: যতই আমরা স্মার্টফোনশোভিত আধুনিক কর্মব্যস্ত জীবনে অভ্যস্ত হয়ে পড়ি না কেন। বইয়ের আবেদন চিরকালীন। বইপ্রেমীদের কাছে বইমেলা হল শ্রেষ্ঠ পার্বণ। সারা বছর ধরে বইপ্রেমী বাঙালিরা শীতের মরসুমে বইমেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বাঙালির হৃদয় বিরাট জায়গা জুড়ে রয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এখন জেলাতেও হয় নানান বইমেলা। কলকাতা বইমেলার পাশাপাশি জেলার বইমেলার কদর বাড়ছে বঙ্গজীবনে। জানেন কি? ভারতের প্রথম বইমেলা বসেছিল কলকাতাতেই।

ব্রিটিশ আমলে পরাধীন ভারতে ১৯১৮ সালে উত্তর কলকাতার কলেজ স্ট্রিটে বসেছিল ভারতের প্রথম বইমেলা। স্বদেশি আন্দোলনকে তুলে ধরতে ঐতিহাসিক বইমেলার আয়োজন করেছিল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন (এনসিই) বা জাতীয় শিক্ষা পরিষদ। বঙ্গভঙ্গের পর ১৯০৬ সালে তৈরি হয় জাতীয় শিক্ষা পরিষদ। এখন হরদমই কেন্দ্রীয় সরকারের তরফে “মেক ইন ইন্ডিয়া” স্লোগান তুলে ধরা হয়। কিন্তু প্রকৃতপক্ষে ‘মেক ইন ইন্ডিয়া’ ধারণাকে তুলে ধরে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনই। বঙ্গভঙ্গের পর ব্রিটিশ পণ্য বয়কটের ডাক দেওয়া হয়। সে সময় ব্রিটিশ শাসনের বেড়াজাল এড়িয়ে ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরা ও ভারতীয়রাও যে ব্রিটিশ প্রভাব কাটিয়ে স্বাধীন ভাবে চলতে পারেন তা তুলে ধরাই ছিল জাতীয় শিক্ষা পরিষদের আসল উদ্দেশ্য।

১৯১৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুর, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, সতীশ মুখোপাধ্যায়, নীলরতন সরকার, রাসবিহারী ঘোষ, চিত্তরঞ্জন দাশ, অরবিন্দ ঘোষের পৃষ্ঠপোষকতায় প্রথম বার বইমেলা অনুষ্ঠিত হয়। সেই বইমেলায় অংশ নেয় বসুমতী ও মতিলাল বানারসীদাসের মতো প্রকাশক। এরপর কেটে যায় অনেকগুলি বছর। গঙ্গা দিয়ে অনেক জল বয়েছে। সাতের দশকে একদল বইপ্রেমী ও প্রকাশকরা কলকাতার মাটিতে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার আদলে বইমেলার আয়োজন করার কথা ভাবেন।

বুদ্ধিজীবী বাঙালির পীঠস্থান বলে পরিচিত কলেজ স্ট্রিটের কফি হাউজে বইমেলা কীভাবে আয়োজন করা যায় তা নিয়ে তর্কের বহু তুফান ওড়ে। ভারতের সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত কলকাতার সাহিত্য, সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে আর লেখক ও প্রকাশকদের প্লাটফর্ম তৈরি করতে বইমেলার আয়োজন করার কথা ভাবা হয়। দীর্ঘ সময় ধরে পরিকল্পনার পর ১৯৭৬ সালে আধুনিক কলকাতা বইমেলার আয়োজন করা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বসেছিল সেই বইমেলার আসর। ১৯৭৬ সালের ৫ মার্চ শুরু হয় ১০ দিন ব্যাপী বইমেলা।

৩৪টি প্রকাশনী সংস্থা যোগ দেয় বইমেলায়। ৫৬টি স্টল হয়। ক্রেতা-বিক্রেতা মহলে দারুণ সাড়া ফেলে সেই বইমেলা। খুব কম সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে কলকাতা বইমেলা। আড়ে বহরে মেলা বাড়ায় বড়ো জায়গায় মেলার আয়োজন করার প্রয়োজন তৈরি হয়। ১৯৮৩ সালে কলকাতার ফুসফুস বলে পরিচিত ময়দানে সরে আসে কলকাতা বইমেলা। ১৯৮২ সালে ফ্রাঙ্কফুর্ট বইমেলার তৎকালীন ডিরেক্টর পিটার উইদার্স কলকাতায় আসেন। এরপরের বছরই কলকাতা বইমেলার আন্তর্জাতিক স্বীকৃতি মেলে। আজ কলকাতার সাংস্কৃতিক পরিচয় বহন করে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবছরের থিম দেশ হল জার্মানি।