চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ন্যাশনাল আয়ূষ মিশনের কাজের জন্য মালদহ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি বহু শূন্যপদে নিয়োগ করবে। আয়ূষ চিকিৎসক হোমিওপ্যাথি নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হোমিওপ্যাথিতে স্নাতক। হোমিওপ্যাথিতে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। বয়স হতে হবে ২১-৫০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকা করে (Ayush Jobs)।
আয়ূষ ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা পর্ষদ থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। পশ্চিমবঙ্গের কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা স্বীকৃত হোমিওপ্যাথিক ফার্মাসিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ করতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
কম্পিউটার জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা করে। যোগবিদ পদে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ২৮ হাজার টাকা করে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা পর্ষদ থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। ১ বছরের যোগাভ্যাসে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করতে হবে। পশ্চিমবঙ্গের কাউন্সিল অফ যোগা অ্যান্ড নেচারোপ্যাথি দ্বারা স্বীকৃত হতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে (Ayush Jobs)।
আয়ূষ চিকিৎসক হোমিওপ্যাথি (ব্লক স্তরে) পদে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ৪০ হাজার টাকা করে। বয়স হতে হবে ২১-৫০ বছরের মধ্যে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হোমিওপ্যাথিতে স্নাতক। যে কোনো সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় জনস্বাস্থ্য প্রকল্প নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
আয়ূষ চিকিৎসক আয়ুর্বেদ (ব্লক স্তরে) পদে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ৪০ হাজার টাকা করে। বয়স হতে হবে ২১-৫০ বছরের মধ্যে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদে স্নাতক। যে কোনো সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় জনস্বাস্থ্য প্রকল্প নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
যোগবিদ (ব্লক স্তরে) পদে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা করে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা পর্ষদ থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। ১ বছরের যোগাভ্যাসে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করতে হবে। পশ্চিমবঙ্গের কাউন্সিল অফ যোগা অ্যান্ড নেচারোপ্যাথি দ্বারা স্বীকৃত হতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
হোমিওপ্যাথি ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা পর্ষদ থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। পশ্চিমবঙ্গের কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা স্বীকৃত হোমিওপ্যাথিক ফার্মাসিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ করতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ১৫ হাজার টাকা করে (Ayush Jobs)।
আয়ূষ চিকিৎসক ইউনানি পদে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ৪০ হাজার টাকা করে। বয়স হতে হবে ২১-৫০ বছরের মধ্যে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হোমিওপ্যাথিতে স্নাতক। যে কোনো সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় জনস্বাস্থ্য প্রকল্প নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
মাল্টিপার্পস ওয়ার্কার পদে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ১৫ হাজার টাকা করে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। কম্পিউটার কোর্সে ডিপ্লোমা পাশ করতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে (Ayush Jobs)।
কীভাবে করবেন আবেদন
২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত আবেদনমূল্য জমা দিতে হবে। ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দেওয়া যাবে। রাজ্য স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in মারফত আবেদন করতে হবে। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ১০০ টাকা আর সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ৫০ টাকা করে আবেদনমূল্য নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই পেমেন্ট মারফত জমা দেওয়া যাবে।