চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: নিউ ইয়র্ক মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়লেন পরিচালক মীরা নায়ারের পুত্র জোহরান মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র কটাক্ষ ও হুমকি উপেক্ষা করে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। তিনিই হলেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র এবং গত ১০০ বছরে সবচেয়ে কনিষ্ঠ মেয়র। আগামী ১ জানুয়ারি মেয়র পদে শপথ নেবেন বছর চৌত্রিশের এই তরুণ নেতা। নির্বাচনে মামদানির প্রতিদ্বন্দ্বী ছিলেন ট্রাম্প-সমর্থিত রিপাবলিকান প্রার্থী কুর্টিস স্লিওয়া এবং আরও এক ডেমোক্র্যাট নেতা তথা নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো।
ভোটের ফলাফলে দেখা গিয়েছে, মামদানি পেয়েছেন ৫০ শতাংশেরও বেশি ভোট, অ্যান্ড্রু কুয়োমো পেয়েছেন প্রায় ৪১ শতাংশ ভোট, আর কুর্টিসের প্রাপ্ত ভোট ১০ শতাংশেরও নিচে।মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার মামদানিকে কটাক্ষ করে বলেছিলেন, কমিউনিস্ট মামদানি জিতলে নিউ ইয়র্কের অনুদান বন্ধ করে দেওয়া হবে। কিন্তু তাঁর এই হুমকি কোনো প্রভাব ফেলেনি ভোটারদের মনে। ট্রাম্পের রোষানল উপেক্ষা করেই নিউ ইয়র্কবাসী নির্বাচিত করেছেন তাঁকে।
উগান্ডার কাম্পলায় ১৯৯১ সালের ১৮ অক্টোবর জন্ম জোহরান মামদানির। তাঁর বাবা মাহমুদ মামদানি একজন বিখ্যাত উগান্ডান-মার্কিন লেখক, এবং মা মীরা নায়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চলচ্চিত্র পরিচালক। শৈশবে বাবা-মায়ের সঙ্গে নিউ ইয়র্কে চলে আসেন তিনি এবং ২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্স এলাকার বাসিন্দা—যেখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। কুইন্সে থাকতে থাকতেই বাংলা ভাষা শিখে ফেলেছেন মামদানি। নির্বাচনী প্রচারে তাঁকে বাংলা ভাষায় বক্তৃতা দিতেও দেখা গিয়েছে। মেয়র পদে নির্বাচনী প্রচারে মামদানির মূল প্রতিশ্রুতি ছিল — সবার জন্য সাশ্রয়ী খাদ্য, বস্ত্র ও বাসস্থান।
পাশাপাশি তিনি নিউ ইয়র্কের সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কমানো, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ, বিনামূল্যে বাস পরিষেবা এবং শিশুদের জন্য ফ্রি চাইল্ডকেয়ার পরিষেবা চালুর অঙ্গীকার করেন।নির্বাচনে জয়ের পর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক্সে লিখেছেন,ভোটে জয়ী সকল ডেমোক্র্যাট প্রার্থীদের অভিনন্দন। শক্তিশালী ও দূরদর্শী নেতারা একত্রিত হলে পরিবর্তন আসবেই। আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল, তবে কাজ এখনো অনেক বাকি। নিউ ইয়র্কের রাজনীতিতে এই জয় শুধু ডেমোক্র্যাটদের জন্য নয়, বরং বহুত্ববাদ ও প্রগতিশীল মূল্যবোধের প্রতীক হয়ে উঠেছে। ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নিলেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র জোহরান মামদানি।