ad
ad

Breaking News

Balochistan

Balochistan: ফের জাফর এক্সপ্রেসে হামলার পরিকল্পনা, বিস্ফোরণের লাইনচ্যুত ছটি বগি

ট্রেনের ছটি বগি লাইনচ্যুত হয় বিস্ফোরণের জেরে।

Balochistan Blast derails Zafar Express

চিত্র: সংগৃহীত

Bangla Jago DEsk: ফের কষা হয়েছিল বড় ছক। আবারো বালোচিস্তানের (Balochistan) কাছে বিশাল হামলার পরিকল্পনা করা হয়েছিল জাফর এক্সপ্রেসে। ট্রেনের ছটি বগি লাইনচ্যুত হয় বিস্ফোরণের জেরে। যদিও কারোর আহতের বা নিহতের খবর মেলেনি। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং তারা তদন্ত চালু করেছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়ায় সেই অঞ্চলে। আতঙ্ক ছড়িয়েছে সেখানকার মানুষের মধ্যেও।

আরও পড়ুন: Political Bias: বঞ্চনার আসল কারণ রাজনীতি

প্রায় ৩০ ঘণ্টা মতো সময় লাগে জাফর এক্সপ্রেস করে কোয়েটা থেকে পেশোয়ার যেতে। প্রতিদিনই তা যাতায়াত করে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মধ্যে দিয়ে। গত মার্চেও বড়সড় হামলা হয়েছিল এই ট্রেনে। বালোচ বিদ্রোহীদের তরফ থেকে কবজা করে নেওয়া হয়েছিল পুরো ট্রেন। যেই এলাকায় করা হয়েছিল, তা জাফর এক্সপ্রেসকে পার করতে হয় ১৭টি সুরঙ্গের মধ্যে দিয়ে, যার মধ্যে একটি মাশকাফ। ট্রেনটি সেই সুরঙ্গে ঢুকতেই রেলপথে হয় বিস্ফোরণ। চালকের বুকে লাগে বুলেট। ট্রেনটিও মাঝপথে থেমে যায়। ভিতরে যে যাত্রীরা ছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন পাক সেনাবাহিনীর কর্মী। যদিও পরে সেনাবাহিনী ময়দানে নামে এবং ট্রেনকে বিদ্রোহীদের হাত থেকে মুক্ত করে (Balochistan)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/ 

এক পাক সংবাদমাধ্যম অনুযায়ী, এবারের বিস্ফোরণ ঘটেছে সিন্ধ প্রদেশের জাকোবাবাদের কাছে। রেললাইনের পাশে এক গরুবাজারে বিস্ফোরণের জেরে লাইনচ্যুত হয় ট্রেনের ছটি বগি। যদিও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং গোটা এলাকা ঘিরে ফেলে। তাদের তরফ থেকে তদন্ত চালু হয়েছে বলে জানা যাচ্ছে। কি কারনে এই বিস্ফোরণ বা বালোচ বিদ্রোহীদের হাত রয়েছে কিনা এতে, তা খতিয়ে দেখা হচ্ছে। এবার দেখার বিষয় কি তথ্য উঠে আসে (Balochistan)।