Bangla jago desk: নিজের চেনা এলাকায় ৩ ঘণ্টার জন্য হাঁটতে বেরিয়ে হঠাৎ করে ১০ দিন উধাও। কয়েক ঘণ্টার জন্য হাঁটতে বেরিয়ে যে তার এমন পরিণতি হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। উত্তর ক্যালিফোর্নিয়ার সান্টা ক্রুজ়ের পাহাড়ি রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন লুকাস। সেই সময় আচমকাই দিক ভুল করে হারিয়ে যান সে। তারপর টানা ১০ দিন নিখোঁজ। অবশেষে জঙ্গল থেকে তাঁকে উদ্ধার করল পুলিশ।
নাম লুকাস ম্যাকক্লিশ । বয়স ৩৪ বছর। নিজের চেনা এলাকাতেই ঘুরতে ঘুরতে হঠাৎ হারিয়ে গিয়েছিলেন তিনি। ১০ দিন পর তাঁকে জঙ্গলের মধ্যে থেকে খুঁজে পেতে সফল হয়েছে উদ্ধারকারী দল। গত ১১ জুন উত্তর ক্যালিফোর্নিয়ার সান্টা ক্রুজ়ের পাহাড়ি রাস্তা ধরে হাঁটা শুরু করেছিলেন তিনি। কয়েক ঘণ্টার জন্য হাঁটতে বেরিয়ে যে তিনি পথ ভুলে যাবেন তা স্বপ্নেও ভাবেননি তিনি। কিচ্ছুক্ষণ চলার পর পথ হারিয়ে ফেলেন তিনি। ৩ ঘণ্টার জন্য বেরিয়ে যে তিনি দীর্ঘদিন এইভাবে জঙ্গলে কাটাবেন তা ভাবলেও আঁতকে ওঠার মত। হাঁটতে বেরিয়ে সঙ্গে ছিল কিছুই। না ছিল ফোন না ছিল কিছু খাবারের সামগ্রী। ১৬ জুন যখন পারিবারিক নৈশ্যভোজে ম্যাকক্লিশ যান না, সেই সময় চিন্তা শুরু হয়ে যায় বাড়িতে। পরিবার থেকে পরবর্তীতে পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়। তন্ন তন্ন করে পুলিশ খুঁজতে শুরু করে ম্যাকক্লিশকে।
অবশেষে ৯ রাত ১০ দিন পর পুলিশ জঙ্গল থেকে খুঁজে পায় ম্যাকক্লিশকে। রোগা জীর্ণ, জঙ্গলে এইভাবে থাকতে গিয়ে ওজন কমে গিয়েছে ১৩ কেজি। পুলিশ তাঁকে খুঁজে বের করার জন্য কে ৯ স্নিফার কুকুর ও ড্রোনের সাহায্য নিয়েছে। ম্যাকক্লিশ তার পরিবারের কাছে গিয়ে আনন্দে কান্নায় ভেঙে পড়েছেন। পরিবারের সকলের সঙ্গে আলিঙ্গন করেন তিনি। তিনি জানিয়েছিন এই কয়েকদিন জঙ্গলে মধ্যে থেকেছেন তিনি। ঝর্ণা থেকে জুতোর মধ্যে জল ভরে খেতে হয়েছে তাঁকে। জঙ্গলের নানা বিষাক্ত ফল খেয়েই তিনি এতদিন কাটিয়েছেন। তিনি যে জীবিত আছে এবং নিজের পরিবারের কাছে ফিরে যেতে পেরেছে তা তার বিশ্বাস করতে অবাক লাগছে। তিনি আরও বলেছেন এই পাহাড়ি রাস্তায় দুর্গম পথ এড়িয়ে তিনি বহুবার ঘুরে বেরিয়েছেন উত্তর থেকে দক্ষিণে। কিন্তু পাহাড় যে হঠাৎ করে এতটা নির্মম হয়ে উঠতে পারে তা কখনই বোঝা হয়ে ওঠেনি তাঁর।