ad
ad

Breaking News

America

America: আমেরিকার স্কুলে বন্দুকবাজের হামলা, নিহত অন্তত ৪, আহত ১২

সাতসকালে ঘটে গেলো আমেরিকায় বড়সড় বন্দুকবাজের হামলার ঘটনা

US school gunman attack, at least 4 dead, 12 injured

সংগৃহীত

Bangla Jago Desk: সাতসকালে ঘটে গেলো আমেরিকায় বড়সড় বন্দুকবাজের হামলার ঘটনা। হামলার ঘটনার বলি হল অন্তত পক্ষে ৪ জন। গুরুতর আহতের সংখ্যা আরও ১২ জন। জানা যাচ্ছে, ১৪ বছর বয়সী এক কিশোর সকাল সাড়ে দশটা নাগাদ আচমকাই স্কুলে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে থাকে। যদিও অভিযুক্ত ওই কিশোরকে আটক করা সম্ভব হয়েছে। অপরদিকে আহতদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: Uttar Pradesh: ফের শিরোনামে যোগী রাজ্য! অ্যাম্বুলেন্সের ভিতরে শ্লীলতাহানির শিকার গৃহবধূ]

গুলি চালানোর ঘটনাটি ঘটেছে জর্জিয়ার একটি হাই স্কুলে। আচমকাই স্কুলে ঢুকে পরপর গুলি চালাতে থাকে অভিযুক্ত। খবর পেতেই স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে যায় এবং হাতেনাতে ওই বন্দুকবাজকে আটক করে। এরপর গোটা স্কুল চত্বর ঘিরে ফেলা হয়। পড়ুয়াদের সেখান থেকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তবে জানা যাচ্ছে, যারা আহত হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা এতটাই গুরুতর যে তাঁর জন্য আকাশপথে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হয়।

এরপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই গোটা এলাকাজুড়ে লকডাউন ঘোষণা করা হয়। বাড়ি থেকে বেরোতেও নিষেধ করা হয়। এদিকে বন্দুকবাজের খোঁজে শুরু হয়েছে তল্লাশি  অভিযান। ১৪ বছর বয়সি অভিযুক্ত বন্দুকবাজকে আটক করা হয়েছে বলেই জানা যাচ্ছে।বেলা বাড়ার আগে যে স্কুলটিতে হামলা হয়েছে, অভিযুক্ত বন্দুকবাজ সেই স্কুলেরই পড়ুয়া কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এ সম্পর্কে কিছু জানা যায়নি। স্কুলে ঢুকে কেনইবা সে হামলা চালালো সেই প্রশ্নের উত্তরও খুঁজে পেতে চাইছে পুলিশ।

[আরও পড়ুন: Anushka Sharma: অনুষ্কার জীবনে বড় পরিবর্তন! দেশে ফিরে ভামিকাকে নিয়ে কী বললেন নায়িকা?]

আপাতত ওই স্কুলের আশেপাশে যাতে কেউ না আসে তাঁর জন্য পুলিশের তরফে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এই বন্দুকবাজের হামলার ঘটনায় স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক সকলেই আতঙ্কিত হয়ে পড়েছে। পুরো হামলার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।