Bengla Jago Desk: গাজায় আমেরিকান অ্যাম্বাসিতে হামলা। গাজায় হাসপাতে হামালার পর তার প্রতিবাদে রাস্তায় নামে ফিলিস্তিন সমর্থকরা। আমেরিকান অ্যাম্বাসিতে চড়াও হয় বিক্ষোভকারিরা। রাতের আন্ধকারে আমেরিকার দুতাবাসের গেটের সামনে হাজার বিক্ষোভ কারি জমায়েত করে। বিক্ষোভকারিদের ছত্রভঙ্গ করতে চালানো হয় জলকামান। তবে তাকে বিক্ষোভকারিদে ছত্র ভঙ্গ করা যায়নি। বরং বিক্ষোভ প্রদর্শন আরও চরম হয়।
আরও সংখ্যায় ফিলিস্তিন হিজবুল্লাহের সমর্থকরা আমেরিকার দূতাবাসের সামনে জড়ো হতে থাকে। প্রদর্শনকারীরা আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে বৃক্ষ আরও জারদার করে। ক্ষুব্ধ প্রদর্শণ কারিরা অ্যাম্বাসির গেটের ভাঙচুর চালায় ও আগুন লাগিয়ে দেয়। এর পর তাদের ছত্রভঙ্গ করতে চালানো হয় কাঁদানে গ্যাস। এর ফলে বিক্ষোভ কারিদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পরিস্থিতি অগ্নগর্ভ রূপ নেয়।
এলাকার পরিস্থিতি খারাপ হওয়ায় আমেরিকা তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব লেভনান ছাড়া নির্দেশ দিয়েছে। আমেরিকার পাশাপাশি সৌদি আরব তাদের নাগরিকদের লেভনান ছাড়ার নির্দেশ দিয়েছে। ব্রিটেন ও তার নাগরিকদের লেভনান থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। হামাসের বিরুদ্ধে আমেরিকা ইজাইলের পাশে থাকায় ফিলিস্তিন সমর্থকরা আমেরিকার দুতাভাসের ঘেড়াও করে বিক্ষোভ প্রদর্শণ করেছে।
Free Access