চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk : ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। মসনদে বসার আগেই ঘুষকাণ্ডে সাজা শোনানোর কথা ছিল আদালতের। ১০ তারিখ অর্থাৎ শুক্রবার ছিল মামলার শুনানি। ফ্লোরিডা থেকে ভার্চুয়ালি নিউ ইয়র্কের আদালতে হাজিরা দেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সাজা পেলেন না হবু প্রেসিডেন্ট। আগেই জানা গিয়েছিল জেল হবে না ট্রাম্পের, তবে জল্পনা চলছিল বড়সড় অস্বস্তিতে পড়তে পারেন ট্রাম্প। তবে শেষ পর্যন্ত পেলেন ‘নিঃশর্ত রেহাই’।
উল্লেখ্য,পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল্সকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগ, স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন হবু প্রেসিডেন্ট। ২০১৬ সালের নির্বাচনী প্রচারের সময়ে তাঁর মুখ বন্ধ রাখতে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। জানা যায়, এই অর্থ যোগান দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন। পরে কোহেনকে সেই অর্থ মেটাতে গিয়ে ব্যবসায়িক নথি জাল করেন ট্রাম্প।
[ আরও পড়ুনঃরাহুলকে ইংল্যান্ড সিরিজ খেলতে নির্দেশ বোর্ডের]
এই অভিযোগের পরেই শুরু হয় তুমুল বিতর্ক। নির্বাচন জেতার পরই এই মামলার শাস্তি থেকে অব্যহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সেই আর্জি খারিজ করে দেন বিচারক জুয়ান মার্চেন। এমনকি তিনি এও স্পষ্ট করেন, কারাদণ্ড পাচ্ছেন না ট্রাম্প। তবে এই মামলায় আদালতের নির্দেশের ফলে ‘দোষী সাব্যস্ত অপরাধী’ হিসাবেই প্রেসিডেন্ট পদে শপথ নিতে হবে ট্রাম্পকে। অপরদিকে বিচারকের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘‘এটি একটি অবৈধ রাজনৈতিক আক্রমণ। কারচুপি ছাড়া আর কিছুই নয়।’’
তবে শুক্রবার ভার্চুয়ালি হাজির দেন ডোনাল্ড ট্রাম্প। নিঃশর্ত অব্যাহতি দেয় আদালত। ২০ তারিখ মহা সাড়ম্বরের সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। সেদিন ৪৭ তম প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ট্রাম্প।