ad
ad

Breaking News

TTP Attack

আফগান সীমান্তে টিটিপি-র হামলা! নিহত ১১ পাক আধা সেনা

সূত্রের খবর, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কুররাম জেলায়, আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় ওই হামলা ঘটে।

TTP Attack on Pakistan Paramilitary Near Afghan Border

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: পাক সেনার ধারাবাহিক অভিযানের জবাব দিল তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। বুধবার আফগানিস্তান সীমান্তে পাক আধাসেনার কনভয়ে ভয়াবহ হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী  টিটিপি। এতে দুই অফিসার-সহ মোট ১১ জন পাক আধাসেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক জন। ঘটনার পর পরই দায় স্বীকার করেছে টিটিপি (TTP Attack)।

[আরও পড়ুন: Sundarban: ভূমিকম্প-সহ ঝঞ্ঝা সামলাতে জাপানি মডেল সুন্দরবনে! বাঁশ-খড়-দড়িতে তৈরি হচ্ছে ঘর]

সূত্রের খবর, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কুররাম জেলায়, আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় ওই হামলা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার দু’পাশে ওঁত পেতে ছিল টিটিপি জঙ্গিরা। সেনার কনভয় এগিয়ে আসতেই তারা এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। ছোড়া হয় একের পর এক বোমাও। মুহূর্তের মধ্যেই ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।এই অঞ্চলটি গত কয়েক মাস ধরেই পাক সেনা ও তালিবানপন্থী বিদ্রোহীদের সংঘর্ষে উত্তপ্ত।

সম্প্রতি সেখানে টিটিপি-র বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে ১৯ জন গোষ্ঠী নেতাকে খতম করেছিল পাকিস্তান সেনা। তারই প্রতিশোধে এই হামলা বলে ধারণা করছে গোয়েন্দারা।যদিও পাক সেনার তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে প্রশাসন সূত্রে খবর, সীমান্ত এলাকায় সেনা টহল আরও জোরদার করা হয়েছে (TTP Attack)।

FB POST: https://www.facebook.com/share/v/19r4WP8bk9/

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে টিটিপি ও পাকিস্তান সরকারের শান্তি-বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকেই ক্রমশ অশান্ত হয়ে উঠেছে খাইবার পাখতুনখোয়া ও পার্শ্ববর্তী অঞ্চলগুলি। বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে ড্রোন ও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান সেনা, যাতে বহু সাধারণ নাগরিকের মৃত্যুও ঘটেছে। গত মাসে খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গ্রামে টিটিপি দমনে পাক সেনার বিমান হামলায় নিহত হন অন্তত ৩০ জন সাধারণ মানুষ, যার মধ্যে মহিলা ও শিশুও ছিল। পাকিস্তানের অভিযোগ, টিটিপি-কে পিছন থেকে মদত দিচ্ছে তালিবানশাসিত আফগানিস্তান। বিদ্রোহী গোষ্ঠীর অনেক সদস্য নাকি আফগান মাটিতে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। তবে আফগান সরকার এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে (TTP Attack)।