চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : প্যালেস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজার দখল নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এমন মন্তব্যকে হাস্যকর এবং অযৌক্তিক বলে বর্ণনা করেছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সামি আবু জুহরি নামে হামাসের একজন শীর্ষ নেতা রয়টার্সকে বলেন, গাজা নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা সম্পর্কে ট্রাম্পের মন্তব্য হাস্যকর এবং অযৌক্তিক। এই ধরণের যে কোনও মন্তব্য এই অঞ্চলকে আরও বেশি অস্থিতিশীল করে তুলবে।
[আরও পড়ুনঃওয়াশিংটনের বিমান দুর্ঘটনায় নিহত সকল যাত্রীর দেহ উদ্ধার হল]
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমেরিকা গাজা উপত্যকা দখল করবে এবং এটি নিয়ে কাজ করব আমরা। আমরা গাজার মালিক হব এবং উপত্যকাটিতে থাকা সব বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র ভেঙে ফেলা হবে, এলাকা সমতল করা হবে এবং ধ্বংসপ্রাপ্ত ভবনগুলি অপসারণ করব।’
পাশাপাশি ট্রাম্প বলেন, ‘আমি একটি দীর্ঘমেয়াদি মালিকানার অবস্থান দেখতে পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি, এটি মধ্যপ্রাচ্যের সেই অংশে, এমনকি সম্ভবত সমগ্র মধ্যপ্রাচ্যেও দুর্দান্ত স্থিতিশীলতা বয়ে আনবে। এটি হালকাভাবে নেওয়া কোনও সিদ্ধান্ত না। আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই এই ধারণাটি পছন্দ করে যে, মার্কিন যুক্তরাষ্ট্র সেই জমির মালিক হবে, উন্নয়ন করবে এবং হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবে যা দুর্দান্ত হবে।’
গাজার পরিবর্তে, ট্রাম্প প্যালেস্তিনিদের বসবাসের জন্য ভাল ও সুন্দর ভূমি দেওয়ার পরামর্শও দেন। তিনি বলেন, ‘আমি মনে করি না যে, মানুষের গাজায় ফিরে যাওয়া উচিত। আমার মনে হয় গাজা তাঁদের জন্য খুব দুর্ভাগ্যজনক। গাজা মানুষের বসবাসের জায়গা নয়।’