চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ইসরাইল-হামাস যুদ্ধবিরতি প্রসঙ্গে এবার এক বড়সড় বিস্ফোরক হুঁশিয়ারি দিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া থেকে তিনি পরিষ্কার করে দিলেন যে দেরি হলে বইতে পারে রক্তগঙ্গা। যদিও কোন পক্ষের উদ্দেশ্যে বলা হয়েছে, তা স্পষ্ট নয়। কিন্তু এই হুঁশিয়ারির জেরে ছড়িয়েছে চরম চাঞ্চল্য। বলা ভালো, একাধিক প্রশ্ন তৈরি হয়েছে গোটা আন্তর্জাতিক রাজনৈতিক মহলে।(Trump Warning )
ডোনাল্ড ট্রাম্প লেখেন, “গত সপ্তাহে ইতিবাচক আলোচনা হয়েছে হামাস এবং বিভিন্ন দেশের (আরব, মুসলিম এবং অন্যান্য) সঙ্গে বন্দিদের মুক্তি, গাজায় যুদ্ধ শেষ করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পশ্চিম এশিয়ায় স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা করা নিয়ে। আলোচনা সফল হয়েছে এবং দ্রুত এগোচ্ছে। টেকনিক্যাল টিমগুলি ফের মিশরে সোমবার মিট করবে স্পষ্ট এবং কাজ করার জন্য চূড়ান্ত বিশদটি। আমাকে বলা হয়েছে চলতি সপ্তাহে সম্পন্ন হওয়া উচিত প্রথম পর্যায়টি এবং আমার সকলের কাছে অনুরোধ দ্রুত এগিয়ে যান। আমি চালিয়ে যাব এই শতাব্দী প্রাচীন সংঘাত পর্যবেক্ষণ করা। মূল কথা সময়ই, নাহলে, চরম রক্তপাত হবে, যা দেখতে চায় না কেউ।”(Trump Warning )
প্রসঙ্গত, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে যেকোনও মতে তিনি ডিমিলিটারাইজ করতে চান হামাসকে। পাশাপাশি, এই ইঙ্গিতও দিয়েছেন যে গাজা থেকে পুরোপুরি ইসরাইলি সেনা সরানো হবে না। যদিও তিনি নিজের দেশেই প্রশ্নের মুখে পড়েছেন। পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। শুধু তাই নয়, তাঁরা এটাও দাবি করেছেন যে নেতানিয়াহুর উপর তাঁরা ভরসা পাচ্ছেন না এবং পুরো আস্থা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রতি।(Trump Warning )