গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump Statement)। তিনি দাবি করেন যে মধ্যস্থতা হয়েছে দুই বুদ্ধিমান ব্যক্তি যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এর সঙ্গে তিনি প্রশংসা করেন পাকিস্তানের বিতর্কিত ফিল্ড মার্শাল আসিম মুনিরের, যা, বলা বাহুল্য, কিছুটা হলেও অস্বস্তিতে ফেলে কেন্দ্রকে। তবে রিপাবলিকান নেতা এটা স্পষ্ট করে দেন যে ভারত ও পাকিস্তান, দুজনের সঙ্গেই তিনি বাণিজ্য চুক্তি করবেন।
[আরও পড়ুন: Weather Hamper: জালে ইলিশ-এর রেকর্ড! বাধ সাধলো দুর্যোগপূর্ণ আবহাওয়া]
গত ২২শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে ভারতীয় পর্যটকদের উপর হামলা চালিয়ে হত্যা করে পাক জঙ্গিরা। এরপরই পাল্টা জবাব আসে ভারতের তরফ থেকে। দেশের সেনারা নামেন ‘অপারেশন সিঁদুর’এ। একাধিক বায়ু সেনাঘাঁটি উড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের। পাশাপাশি, খতম করে দেওয়া হয় একাধিক পাক জঙ্গি ও সেনাদের। বলা ভালো, রীতিমতো গুঁড়িয়ে দিয়েছিল গোটা পাকিস্তানকে। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা দেশটা। যদিও এখানেই থেমে যায়নি ভারত, সিন্ধু জলচুক্তিও বাতিল করে দেওয়া হয় (Trump Statement)।
অবশেষে পাকিস্তানের মিনতিতে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত। তবে কেন্দ্রের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে ভবিষ্যতে যদি ফের ভারতের বুকে জঙ্গি হামলা করে তারা, তাহলে ফের উচিত শিক্ষা দেওয়া হবে তাদের। কিন্তু এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারিদিকে দাবি করতে শুরু করেন যে তাঁর মধ্যস্থতাতেই দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি লেগেছে। তবে বুধবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন যে এই যুদ্ধ বিরতিতে আমেরিকার কোন হাত নেই এবং কাশ্মীরে পাকিস্তানের অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে ভারত কারোর মধ্যস্থতা আগে গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না(Trump Statement)।
এবার এই ব্যাপারে সুর বদলালেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতার কৃতিত্ব তিনি নিলেন না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “দুজন বুদ্ধিমান মানুষ যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা ভুলে গেলে হবে না যে দুজনের হাতেই শক্তিশালী আণবিক অস্ত্র আছে। তাই যুদ্ধ থামানোটা বুদ্ধিমানের কাজ।” তবে এর সঙ্গে আসিম মুনিরের প্রশংসা করেন রিপাবলিকান নেতা। তিনি বলেন, “ওনার সঙ্গে দেখা করলাম। যুদ্ধ না চালানোর জন্য ধন্যবাদ জানাতে চাই। মোদির সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা ভারত ও পাকিস্তান, দুজনের সঙ্গেই বাণিজ্য চুক্তি করব।” এক্ষেত্রে দেখার বিষয় যে ভবিষ্যতে ভারত-পাক সম্পর্ক কোন দিকে এগোয়। কি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেটাই এখন দেখার(Trump Statement)।