চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: মিশরের শার্ম এল-শেখে আয়োজিত ‘গাজা পিস সামিট’-এ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ ঘিরে তৈরি হল নতুন বিতর্ক, যার জেরে আন্তর্জাতিক মঞ্চে দৃশ্যত অস্বস্তিতে পড়লেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। এই সম্মেলনে বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনেতারা ট্রাম্পের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন, কারণ তিনি সে সময় হামাসের ডেরা থেকে মুক্তি পাওয়া ইজরায়েলি পণবন্দিদের সঙ্গে দেখা করতে ব্যস্ত ছিলেন (Trump Starmer)।
আরও পড়ুনঃ এক ছাদের নিচে মা কালী ও বাবা সত্য পীর! সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন, কোথায় জানেন?
বিলম্বের পর ট্রাম্প যখন শেষমেশ মিশরে এসে পৌঁছান, তখন শুরু হয় রাষ্ট্রনেতাদের সঙ্গে তার প্রথাগত সাক্ষাৎ পর্ব। দেশের নামের আদ্যক্ষর অনুযায়ী রাষ্ট্রনেতারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলানোর সুযোগ পান। এই মঞ্চেই ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রূপের প্রশংসা করেন, যা নিয়ে সংবাদমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রথমে প্যারাগুয়ে এবং নরওয়ের রাষ্ট্রনেতারা ট্রাম্পের সঙ্গে হাত মেলান।
একসময় ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, “কোথায় ইউনাইটেড কিংডম?” সঙ্গে সঙ্গে ব্রিটেনকে প্রতিনিধিত্ব করা স্টার্মার হাত তুলে উত্তর দেন, “যথারীতি আপনার পিছনে।” এরপর তিনি ট্রাম্পের দিকে কয়েক পা এগিয়ে যান। ট্রাম্প তাকে জিজ্ঞাসা করেন, “সবকিছু ঠিক আছে?” উত্তরে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, “খুব ভালো।” ট্রাম্প তখন বলেন, “আপনাকে এখানে দেখে ভালো লাগল।” কিন্তু এর পরই ট্রাম্প স্টার্মারের দিকে পিছন ঘুরে নিজের বক্তব্য রাখতে শুরু করেন। এই অপ্রত্যাশিত ঘটনায় ব্রিটেনের প্রধানমন্ত্রী দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান এবং মঞ্চের পিছনের দিকে নিজের জায়গায় ফিরে আসতে বাধ্য হন (Trump Starmer)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
বিশ্ব দরবারে স্টার্মারের এই ‘অপদস্থ’ হওয়ার ঘটনা কূটনৈতিক মহলে চাপানউতোর শুরু করেছে। পরে পরিস্থিতি সামাল দিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে হাত মেলানোর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানান (Trump Starmer)।