ad
ad

Breaking News

Los Angeles

লস অ্যাঞ্জেলসে টর্নেডোর কারণে লাগাম ছাড়া অগ্নি শিখা, নিহত অন্তত ২৪

দাবানলের বলি কমপক্ষে ২৪জন। লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ আগুনে চাইল্ড স্টার রোরি সাইকসের মৃত্যু হয়েছে।

Tornado causes wildfires in Los Angeles, killing at least 24

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: দাবানলের বলি কমপক্ষে ২৪জন। লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ আগুনে চাইল্ড স্টার রোরি সাইকসের মৃত্যু হয়েছে। ক্যালিফোর্নিয়ার গর্ভনর গাভিন নিউসোম এই অগ্নিকাণ্ড সম্পর্কে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ধরণের ঘটনা বড় বিষয়।এরমধ্যে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

[আরও পড়ুন: দক্ষিণ কলকাতার কাচ ভেঙে দুর্ঘটনা, আহত ২ পড়ুয়া]

সেই সুযোগে কেউ কেউ আবার লুঠপাট করতে ব্যস্ত হয়ে পড়ছেন। তাই অনেকেই বলছেন, কারুর সর্বনাশ তো কারুর পৌষমাস। তাই মার্কিন প্রশাসন লুঠেরাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের পথে এগিয়ে যাচ্ছে।এর মধ্যে দাবানলের সুযোগ নিয়ে যাঁরা লুঠ করছে তাঁদের গ্রেফতারও করা হচ্ছে। কমপক্ষে ২০জনকে গ্রেফতার করা হয়েছে।

লস অ্যাঞ্জেলসের দাবানলের দাপট

টর্নেডোর দাপটে বাড়ছে বিপত্তি। ৭ জানুয়ারি থেকে  ছড়িয়ে পড়ে দাবানল। তারপর প্রায় ৭দিন হতে চলল আগুন নিয়ন্ত্রণে আনার লড়াই চলছে। রবিবারও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। কিন্তু কোনও সুরাহা হয়নি। ক্রমশ আগুন আয়ত্তের বাইরে চলে যায়,টর্নেডোর জন্য।

প্রাক্তন অস্ট্রেলিয়ান চাইন্ড স্টার ররি সাইকস, এই দাবানলের বলি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই গ্ল্যামার সিটিতে গনগনে আগুন কার্যতঃ এখানকার ভিআইপিদেরও বাস্তুচ্যুত করতে পারে বলে আশঙ্কা।

আগুনে ১২ হাজার কাঠামো ভস্মীভূত

আগুনের লেলিহান শিখা পুড়ে খাক করে দিয়েছে লস অ্যাঞ্জেলস নগরীর একাংশ।প্রশান্ত মহাসাগরের  দৃষ্টিনন্দন  প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ এখানে অনেক নামীদামী পরিবার রয়েছে যাদের  বিলাসবহুল বাড়ি   আগুনে পুড়ে ভস্মিভুত হয়ে গেছে । দাবানলে কয়েক হাজার একর জমি – এবং হাজার হাজার ভবন পুড়ে গেছে। হলিউডের প্রখ‍্যাত তারকাদের মধ‍্যে যাঁদের বাড়ি পুড়ে গেছে, তাঁদের মধ‍্যে রয়েছেন, অ্যান্থনী  হপকিন্স, মেল গিবসন, জেফ ব্রিজেড, বিলি ক্রিস্টাল’সহ আরো অনেকে।

দাবানলের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগুন এখনও নিয়ন্ত্রণে না আনতে পারার জন্য ক্যালিফর্নিয়ার প্রশাসনকে কড়া ভাষায়  বিঁধেছেন ট্রাম্প। জানা গেছে,প্রবল  হাওয়ার বেগের জন্য সমস্যায় পড়তে হচ্ছে দমকলকর্মীদের। হাওয়ার জন্য নতুন করে আগুন ছড়িয়ে পড়ছে।

[আরও পড়ুন: দক্ষিণ কলকাতার কাচ ভেঙে দুর্ঘটনা, আহত ২ পড়ুয়া]

৪০ হাজার একেররও বেশি এলাকা পুড়ে গিয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন এক লক্ষেরও বেশি মানুষ। ১৯৯১ সালে অকল্যান্ড হিলসের দাবানলসহ ক্যালিফোর্নিয়ায় বড় বড় দাবানলের ঘটনায় তদন্ত করার অভিজ্ঞতা আছে জন লেন্টিনির। লেন্টিনি বলেন, মার্কিন ইতিহাসে এতবড় দাবানল তিনি দেখেননি। ঠিক কি থেকে আগুন লাগে তার কারণ সন্ধানে তত্পরতা জারি আছে।