চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk : এবার উত্তর কোরিয়ার জনপ্রিয় স্ট্রিট ফুড হট ডগ এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। গোটা বিশ্বে তিনি পাগলাটে শাসক হিসেবে পরিচিত । গোটা বিশ্বে তিনি দাদাগিরি চালান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের চরমতম শত্রু হিসেবেও তিনি পরিচিত। আর শুধুমাত্র পশ্চিমী দুনিয়ার খাবার হওয়ায় হট ডগের উপর নিষেধাজ্ঞা জারি করল কিম জং উন। কেউ যদি এই নির্দেশ না মানে, যদি লুকিয়ে লুকিয়ে ব্রিক্রি চালিয়ে যান তাহলে তাকে শ্রম শিবিরে সাজা খাটতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কিম। দেশের নাগরিকরা এই নির্দেশে সন্তুষ্ট না হলেও, বাধ্য হয়ে তাদের এই নির্দেশ পালন করতে হবে।
[ আরও পরুনঃশীতের রাতে মোজা পরে ঘুমোতে যাচ্ছেন, ঠিক না ভুল জানেন কি ?]
এই হট ডগ কি জানেন? আসলে সালটি ছিল ১৯৫০, যে সময় কোরিয়ার যুদ্ধ চলছিল। আর সেই সময় মার্কিন সেনারা মাংস দিয়ে একটি নতুনত্ব সুস্বাদু খাদ্য তৈরি করেছিলেন যা কালের অতিবাহিত হওয়ার সাথে সাথে হট ডগ নামে পরিচিত হয়েছে। কোরিয়ানদের কাছে এই খাবার এক সময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। পরবর্তী ক্ষেত্রে ২০১৭ সালে উত্তর কোরিয়ার ফুটপাতে হটডগের আদলে তৈরি করা খাবার বিক্রি হয়। বেশ কয়েক বছর ধরে এই খাবার উত্তর কোরিয়ার ফুটপাতে যথেষ্ট জনপ্রিয়। তবে আচমকাই কিমের এই নির্দেশ মোটেও ভালোভাবে গ্রহণ করেননি সেই দেশের নাগরিকরা। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল হটডগের আদলে তৈরি করা বুদায়ে জিগে । যদি এই খাবার কোন দোকানে দেখা যায় তাহলে সেই দোকানের ঝাপ বন্ধ করে দেওয়া হবে বলেও হুশিয়ারি দিয়েছেন কিম।
এই নির্দেশের পর থেকেই রাজধানীর পিয়ংইয়ং সহ-সংলগ্ন এলাকায় কিমের নির্দেশের ভয়ে ইতিমধ্যেই বুদায়ে জিগে রাখা বন্ধ করে দিয়েছেন অধিকাংশ দোকানদার। দোকানদারদের মতে ধরা পড়লে পথে বসতে হবে তাদের। তাদের প্রত্যেকের নিজেদের পরিবারও রয়েছে তাই কিমের নির্দেশ মেনে চলাই ভালো।