সংগৃহীত
Bangla Jago Desk: সম্প্রতি কয়েকমাস আগে জানা যায় রাজবধূ কেট মিডলটন ক্যানসার আক্রান্ত। নিজের অসুখের কথা নিজ মুখে জানিয়েছিলেন প্রিন্সেস অফ ওয়েলস। এবার নিজের সুস্থতার কথাও তিনি নিজেই জানালেন। কেট জানান, তাঁর কেমোথেরাপি পক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: Jammu: জম্মুতে প্রকৃত সীমান্ত রেখা লঙ্ঘন করে পাক সেনারা চালাল গুলি, জখম জওয়ান]
২০২৪-এর জানুয়ারির মাঝামাঝি লন্ডনের এক ক্লিনিকে পেটের সমস্যার জেরে ভর্তি হয়েছিলেন ৪২ বছরের ক্যাথরিন। অস্ত্রোপচারও হয় তাঁর পেটে। জানা গিয়েছে, তিনি তখন স্থিতিশীল অবস্থায় ছিলেন। কিন্তু গত মার্চে তাঁর কর্কটরোগে আক্রান্ত হওয়ার কথা সামনে আসে। সাথে সাথেই শুরু হয় রাজবধূর কেটের চিকিৎসা, শুরু হয় কেমোথেরাপি।
প্রায় ছমাস পর সেই পক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে। তিনি বলেন, “ক্যানসারমুক্ত থাকাই আমার কাছে অগ্রাধিকার।” এই বিষয়ে একটি ভিডিওতে তিনি বিশদে কথা বলেছেন। সেই ভিডিওতে তিনি বলেন, “গত ন মাস আমাদের পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। ক্যানসার যাত্রা জটিল, ভীতিপ্রদ এবং সকলের জন্য অপ্রত্যাশিত। বিশেষ করে যাঁরা আপনার কাছের মানুষ।” এর সাথে তিনি ভিডিও বার্তায় জানান, “আমার কেমোথেরাপি শেষ হয়ে গিয়েছে। আমার সুস্থতা ও সম্পূর্ণ সেরে ওঠার প্রক্রিয়াটি দীর্ঘ হতে চলেছে। এবং আমাকে আগামীর প্রতিটি দিনকে গ্রহণ করতে হবে সেভাবেই, যেভাবে সেগুলি আসবে।”
[আরও পড়ুন: Truck Strike: তিন দিন ধর্মঘটের ডাক ট্রাক চালকদের, বাড়তে পারে জিনিসপত্রের দাম!]
প্রসঙ্গত, কেট মিডলটন প্রথম নিজের ক্যানসারের কথা জানানোর সময়ই বলেছিলেন, তিনই তাঁর ছেলেমেয়েদের জন্য অনেক চিন্তিত। তিনি তাঁর স্বামী রাজপুত্র উইলিয়ামের কাছে তাঁদের ছেলেমেয়েকে দেখভাল করার অনুরোধ করেন, তাঁদের প্রিন্স জর্জ, প্রিন্স লুইট ও প্রিন্সেস শার্লট নামে তিন সন্তান রয়েছে, ৪ থেকে ১০ বছরের মধ্যেই তাদের সবার বয়স। ব্রিটিশ নাগরিকরা তাদের রাজবধূর এই অসুস্থতার কথা জানতে পেরে সে সময় শকাহত হয়ে।