ad
ad

Breaking News

রোবট

যোগব্যায়াম পটু রোবট     

Bangla Jago Desk: মানুষের মতো রোবট তৈরি করছে ইলন মাস্কের সংস্থা টেসলা। কেমন হবে সেই রোবট, তা নিয়ে প্রবল আগ্রহী বিপুল সংখ্যক মানুষ। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানা গেল, নিজস্ব কারখানায় হাজারে হাজারে এই রোবট তৈরি করতে চায় টেসলা। আগামী দিনে নিজেদের কারখানাতেই সেই রোবটগুলিকে কাজে লাগতে পারে তারা। সম্প্রতি টেসলা তার হিউম্যানয়েড রোবট অপ্টিমাসের একটি […]

Bangla Jago Desk: মানুষের মতো রোবট তৈরি করছে ইলন মাস্কের সংস্থা টেসলা। কেমন হবে সেই রোবট, তা নিয়ে প্রবল আগ্রহী বিপুল সংখ্যক মানুষ। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানা গেল, নিজস্ব কারখানায় হাজারে হাজারে এই রোবট তৈরি করতে চায় টেসলা। আগামী দিনে নিজেদের কারখানাতেই সেই রোবটগুলিকে কাজে লাগতে পারে তারা। সম্প্রতি টেসলা তার হিউম্যানয়েড রোবট অপ্টিমাসের একটি আকর্ষণীয় ভিডিও প্রকাশ্যে এনেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যোগব্যায়াম করছে রোবট।

পাশাপাশি ওই রোবট স্বয়ংক্রিয়ভাবে রঙের দ্বারা ব্লক বাছাই সহ বিভিন্ন কাজ সম্পাদন করছে। ভিডিওটি প্রাথমিকভাবে রোবটের মানুষের মতো গতিতে কাজ করার ক্ষমতা প্রদর্শন করে। যখন রোবটটির কাজে ব্যাঘাত ঘটানো হচ্ছে সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে ও সফলভাবে কাজটি সম্পন্ন করতে সক্ষম রোবটটি। রোবটটিকে এক পায়ে দাঁড়িয়ে ভারসাম্য বযায় রেখে নমনীয়তা প্রদর্শনের মধ্যে দিয়ে অঙ্গ প্রসারিত ও সংকোচনের মাধ্যে যোগ ব্যাম করতে দেখা যায় ভিডিওটিতে। ভিডিও অনুসারে, অপটিমাস এখন তার বাহু এবং পা স্বয়ংক্রিয়ভাবে সঞ্চাল করতে সক্ষম।

অফিসিয়াল টেসলা অপটিমাস অ্যাকাউন্ট ভিডিওটি শেয়ার করেছে এবং ক্যাপশন দিয়েছে “অপ্টিমাস এখন স্বায়ত্তশাসিতভাবে বস্তুগুলিকে সাজাতে পারে৷ এর নিউরাল নেটওয়ার্ক সম্পূর্ণভাবে এন্ড-টু-এন্ড প্রশিক্ষিত। ২০২১ সালে প্রথম এই ধরনের রোবট নির্মাণের কথা ঘোষণা করেছিল টেসলা। ইলন নিজেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁরা এমন এক যন্ত্র বানাতে চান, যেগুলি নিজেরাই যন্ত্র বানাতে পারবে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কৃত্রিম বুদ্ধিমত্তা দিবস পালন করবে টেসলা। সে দিন এই রোবট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন উৎসাহীরা।