ad
ad

Breaking News

PTI leaders

পিটিআই নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ

ন্ত্রাসবাদের অভিযোগ-সহ একাধিক অভিযোগ এনে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছে পাক সরকার।

Terrorism charges against PTI leaders and activists

Bangla Jago Desk: সন্ত্রাসবাদের অভিযোগ-সহ একাধিক অভিযোগ এনে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছে পাক সরকার। সম্প্রতি ইমরানের ডাকে তাঁর মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির নেতা-কর্মীরা। এতে দলটির বিরুদ্ধেও এই অভিযোগ তুলেছে সরকার। পাকিস্তানের রাজধানীতে আদালতের নির্দেশ অমান্য করে বিক্ষোভ করার দায়ে পিটিআইয়ের কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

[আরও পড়ুনঃ সংসদে তৃণমূলের অবস্থান ঠিক করবে দলীয় নেতৃত্ব, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

বর্তমানা নানা অভিযোগে পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন তাঁর স্ত্রী বুশরা বিবি। তাঁর মুক্তির পরই নিজের মুক্তির জন্য চূড়ান্ত বিক্ষোভের ডাক দেন ইমরান। তাঁর নির্দেশে ইসলামাবাদ-সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলীয় নেতা-কর্মীরা। তাঁদের সঙ্গে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক সংঘর্ষের কথা জানা গিয়েছে।

[আরও পড়ুনঃ ‘অনেক দাম, কেনার টাকা নেই’,রেস্টুরেন্টের কাছে ফ্রী পেঁয়াজের আবদার সুইগি ব্যবহারকারীর!

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলিতে বলা হয়েছে, পুলিশ ও নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। পরে এক পর্যায়ে ইসলামাবাদে সেনা মোতায়েন করলে আপাতত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন পিটিআইয়ের নেতারা। তবে পিটিআইকে চাপে রাখতে আরও নতুন মামলা দায়ের করেছে সরকার। আল জাজিরা বলছে, আইন ভঙ্গ করে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ করায় ইমরান খান ও বুশরা বিবি-সহ দলের অন্যান্যদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। পিটিআইয়ের এবারের বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বুশরা বিবি এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পিটিআইয়ের মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর।