চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: আফগানিস্তানে তালিবান শাসন শুরু হওয়ার পর থেকেই নারীদের স্বাধীনতা ক্রমাগত সংকুচিত হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার বন্ধ করে দেওয়া হলো দেশটির একমাত্র মহিলা পরিচালিত রেডিও স্টেশন ‘রেডিও বেগম’। স্থানীয় সূত্রে জানা গেছে, তালিবান প্রশাসন স্টেশনটির কম্পিউটার, হার্ড ড্রাইভ, নথিপত্র ও ফোন বাজেয়াপ্ত করেছে। শুধু তাই নয়, স্টেশনের মহিলা কর্মীদের আটক করা হয়েছে, পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ২জন পুরুষ কর্মীকেও। তালিবান সরকারের অভিযোগ, রেডিও স্টেশনটি সম্প্রচার নীতিমালা লঙ্ঘন করেছে এবং লাইসেন্সের অপব্যবহার করেছে।
তালিবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রেডিও বেগম’ অনুমোদিত নয় এমন বিষয় সম্প্রচার করছিল, যা একটি বিদেশি টিভি চ্যানেলেও সম্প্রচারিত হচ্ছিল। তবে রেডিও স্টেশনটির তরফে দাবি করা হয়েছে, তারা শুধুমাত্র স্বাস্থ্য, মনস্তত্ত্ব এবং আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করত, এবং রাজনৈতিক বিষয়ে কোনো সম্প্রচার করত না। তাদের প্রতিদিনের ৬ ঘণ্টার সম্প্রচারের মূল লক্ষ্য ছিল নারীদের শিক্ষিত করে তোলা।
এই ঘটনার পর মানবাধিকার সংগঠন ‘রিপোর্টার্স উইদআউট বর্ডার্স’ কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা তালিবানের এই পদক্ষেপের তীব্র নিন্দা করে রেডিও স্টেশনটির সম্প্রচার পুনরায় শুরু করার দাবি তুলেছে। উল্লেখ্য, ‘রেডিও বেগম’-এর একটি ‘সিস্টার চ্যানেল’ ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। আফগানিস্তানে তালিবান শাসনের কড়াকড়ির ফলে নারী স্বাধীনতার সংকট আরও গভীর হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।