ad
ad

Breaking News

হামবুর্গ বিমানবন্দরে

এলোপাথাড়ি গুলির ঘটনা জার্মানির হামবুর্গ বিমানবন্দরে

Bengla Jago Desk: এলোপাথাড়ি গুলির ঘটনা জার্মানির হামবুর্গ বিমানবন্দরে। তীব্র আতঙ্ক তৈরি হয় বিমানবন্দর জুড়ে। গাড়ি নিয়ে বিমানবন্দরে গেট ভেঙে ভিতরে ঢুকেই শূন্যে গুলি চালায় এক ব্যক্তি । গাড়ি থেকেই বোতলে আগুন ভরে ছুড়তে থাকেন তিনি । তার সঙ্গে ছিল চার বছরের শিশু। তড়িঘড়ি গোটা বিমানবন্দর ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। গুলি চালানোর জেরে রীতিমত পণবন্দি […]

Bengla Jago Desk: এলোপাথাড়ি গুলির ঘটনা জার্মানির হামবুর্গ বিমানবন্দরে। তীব্র আতঙ্ক তৈরি হয় বিমানবন্দর জুড়ে। গাড়ি নিয়ে বিমানবন্দরে গেট ভেঙে ভিতরে ঢুকেই শূন্যে গুলি চালায় এক ব্যক্তি । গাড়ি থেকেই বোতলে আগুন ভরে ছুড়তে থাকেন তিনি । তার সঙ্গে ছিল চার বছরের শিশু। তড়িঘড়ি গোটা বিমানবন্দর ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। গুলি চালানোর জেরে রীতিমত পণবন্দি হওয়ার ভয়ে বিমানবন্দরের যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা। বাতিল করা হয় প্রায় ২৭ টি বিমান ।

জার্মানিতে এর আগে কখনও এত বড় নিরাপত্তার গাফিলতি ঘটতে দেখা যায়নি।প্রত্যক্ষদর্শীদের মতে ওই অভিযুক্তের সঙ্গে তার স্ত্রীর বচসা চলছিল। তাদের চার বছরের সন্তান কার কাছে থাকবে সম্ভবত সেই নিয়ে মতান্তর চলছিল তাদের মধ্যে। স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ছেলে কে ছিনিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা ওই অভিযুক্তের । তিনিই বিমানবন্দরের টার্মিনাল ওয়ানে ঢুকে গুলি চালায়।

জার্মান পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্তের স্ত্রী ফোন করে পুলিশকে জানায় তার স্বামী তাদের ছেলেকে অপহরণ করতে চলেছে । অভিযুক্তের স্ত্রী থেকে আগাম সতর্কবার্তা পাওয়ার পর ও কেন কড়া ব্যবস্থা নেওয়া হল না তা নিয়ে  উঠছে প্রশ্ন। সকল যাত্রীদের বিমানবন্দর থেকে  নিরাপদে বের করে আনা হয়েছে। চলতি সপ্তাহে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী হামাসকে পুরোপুরি নিষিদ্ধ করে জার্মান সরকার। তবে কি এই গুলি কাণ্ডের পিছনে ওই জঙ্গি গোষ্ঠীর কোন যোগসূত্র রয়েছে? সেই বিষয় খতিয়ে দেখছে জার্মান পুলিশ প্রশাসন।

Free Access