ad
ad

Breaking News

US Deportation to India

অবৈধ অভিবাসীদের প্রত্যাবর্তন শুরু! ভারতের উদ্দেশ্যে রওনা দিল মার্কিন সামরিক বিমান

পেন্টাগনের সামরিক সদর দফতর থেকে সাহায্য নিচ্ছে ওয়াশিংটন

Return of illegal immigrants begins! US military plane leaves for India

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেই একের পর এক নয়া নির্দেশিকা স্বাক্ষর করে চলেছে ডোনাল্ড ট্রাম্প। দেশ থেকে অভিবাসীদের তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে তিনি। যে সমস্ত অভিবাসী আমেরিকায় আছেন, তাঁদের অধিকাংশই ভারতীয়। এবার সেই সমস্ত অভিবাসীদের আমেরিকা থেকে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই সি-১৭ নামক বিমানে করে বহু ভারতীয়কে আমারিকা থেকে ভারতে পাঠানো হচ্ছে। তবে এই বিষয়ে নয়াদিল্লির তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

[আরও পড়ুনঃটলিপাড়ায় আবারো বন্ধ শুটিং !] 

আগের মাসেই বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথোপকথন চলে ভারতীয় প্রধানমন্ত্রীর। সেই আলাপচারিতার মূল বিষয় ছিল অবৈধ অভিবাসী। সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট বন্ধু মোদির সঙ্গে ফোন আলাপের বিষয়ে বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর অবৈধ অভিবাসী নিয়ে কথা হয়েছে। ভারতীয় অভিবাসীদের নিয়ে মোদির সিদ্ধান্তই হবে শেষ সিদ্ধান্ত। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক বরাবর ভাল হওয়ার জন্য অভিবাসী ইস্যুতে আমেরিকায় থাকা ভারতীয়দের কোনও রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না, সেই কথা ট্রাম্প আগেই জানিয়েছিল মোদিকে। ফোনআলাপের কথা প্রসঙ্গে ট্রাম্প আরও জানিয়েছিলেন, এই ফেব্রুয়ারিতেই মোদির আমেরিকা সফরের কথা রয়েছে। খুব সম্ভবত তিনি এই মাসের মধ্যেই আসতে চলেছেন হোয়াইট হাউসে।

[ আরও পড়ুনঃট্যাংরার বহুতল বিপর্যয়ে গ্রেফতার প্রোমোটার] 

প্রেসিডেন্ট পদের শপথ নেওয়ার পরেই ট্রাম্প আমেরিকা থেকে অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। আর তারপর থেকেই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ শুরু হয়েছে। সূত্রের খবর, পেন্টাগন থেকে ছাড়া হচ্ছে বিমান। সেই বিমানে চড়ে বহু অভিবাসীদের নিজের নিজের দেশে ফেরত পাঠানো হচ্ছে আমেরিকার তরফ থেকে। পেন্টাগনের সামরিক সদর দফতর থেকে সাহায্য নিচ্ছে ওয়াশিংটন। এল পাসো, সান দিয়েগো, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া থেকে প্রায় ৫ হাজার অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে।   

ট্রাম্পের অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তের পর সেই বিষয়েই তুমুল বিতর্ক চলছে আমেরিকা জুড়ে। যারা বিনা নথিতে আমেরিকায় আছেন, তাঁদের ফেরত পাঠানোর জন্য যথেষ্ট তৎপর ট্রাম্প। আর এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।