সংগৃহীত
Bangla Jago Desk: যখন পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে, ঠিক তখনই লেবানন থেকে ইজরায়েলের দিকে একের পর এক রকেট হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। লেবানন থেকে আসা এই মিসাইল হামলায় সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন বিদেশি নাগরিকও রয়েছেন। হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে দায়ী করা হচ্ছে।
[আরও পড়ুন: আলোর উৎসব উদযাপনে বিএসএফ জওয়ানরা]
জানা গেছে, গত শুক্রবার লেবানন থেকে ২৫টি রকেট ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। হামলার সময় স্থানীয় শ্রমিকেরা জলপাইয়ের বাগানে কাজ করছিলেন। এই ঘটনায় সাতজন প্রাণ হারান। ইজরায়েলি সেনা জানিয়েছে, গত এক বছরেরও বেশি সময় ধরে চলা ইজরায়েল ও হামাসের সংঘর্ষের প্রেক্ষাপটে এটি একটি নতুন বিপর্যয়।
শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় আমেরিকার কূটনীতিকরা এলাকায় এসেছেন, যেখানে লেবানন ও গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
লেবানন ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ গত এক মাস ধরে অব্যাহত রয়েছে। ইজরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণে হিজবুল্লার বিভিন্ন ঘাঁটিতে হামলা চালাচ্ছে, এবং সম্প্রতি হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর খবরও এসেছে। নতুন প্রধান নঈম কাশেমকে ইজরায়েল হুমকি দিয়ে বলেছে, তাঁর সময় ফুরিয়ে এসেছে।
কাশেম জানিয়েছেন, ইজরায়েল যদি আলোচনা চায়, তাহলে তাঁরা প্রস্তুত। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে, ইজরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বৃহস্পতিবারের হামলার পর ইজরায়েল পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে।
[আরও পড়ুন: ভাইফোঁটায় চিরাচরিত মিষ্টির মতোই, ফিউশন মিষ্টির কদর বেড়েছে ]
এই ঘটনার পর পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, এবং আন্তর্জাতিক মহল দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে। শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় নতুন করে বিপত্তি দেখা দিয়েছে।