ad
ad

Breaking News

বিপদ এখনও কাটেনি! ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন!

পুতিন বলছেন, ‘ট্রাম্পকে আটকাতে বর্বরের মতো পদক্ষেপ করা হয়েছে। তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে একাধিকবার। আমার মতে, ট্রাম্প এখন মোটেই নিরাপদ নন’।

putin says even after winning US election donald trump is still not safe

চিত্র : সংগ্রহিত

Bangla Jago Desk : ফের একবার মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প। তবে, ক্ষমতায় ফেরার আগে দু-দুবার প্রাণঘাতী হামলা হয়েছিল তাঁর ওপর। এরপর জোরদার করা হয়েছিল তাঁর নিরাপত্তা। নভেম্বরের শুরুতেই আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে জিতে দ্বিতীয়বার কুর্সিতে রিপাবলিকান নেতা। তবে, ভোটে জিতলেও এখনও বিপদ কাটেনি বলেই মনে করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রসঙ্গত, গত জুলাই মাসে নির্বাচনী প্রচারে প্রাণঘাতী হামলা হয় ডোনাল্ড ট্রাম্পের ওপর। একেবারে কানঘেঁষে বেরিয়ে গিয়েছিল গুলি। সেই ঘটনায় নিহত হয়েছিলেন একজন। এরপর গত সেপ্টেম্বরে ট্রাম্পের গলফ ক্লাবের কাছে বন্দুক নিয়ে ঝোপে লুকিয়েছিল এক ব্যক্তি। গুলি ছোড়ার আগেই তাকে আটক করে সিক্রেট সার্ভিস এজেন্টরা। এই নিয়ে পুতিন বলছেন, ‘ট্রাম্পকে আটকাতে বর্বরের মতো পদক্ষেপ করা হয়েছে। তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে একাধিকবার। আমার মতে, ট্রাম্প এখন মোটেই নিরাপদ নন’।

পুতিন আরও বলেন, “দুর্ভাগ্যজনকভাবে মার্কিন ইতিহাসে এমন ঘটনা বহুবার ঘটেছে। আমার মনে হয় ট্রাম্প যথেষ্ট বুদ্ধিমান। তিনি নিশ্চই সমস্ত বিষয়গুলো খেয়াল করে সতর্ক থাকবেন।”

আমেরিকার ইতিহাসের পাতা ওল্টালে দেখা যাবে, দেশের একাধিক প্রেসিডেন্টকে এর আগে নিশানা করা হয়েছিল। বরাতজোরে প্রাণে বেঁচেছিলেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন। আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে জন কেনেডি, দুষ্কৃতীদের হাতে প্রাণ খোয়াতে হয়েছিল চারজন মার্কিন রাষ্ট্রপতিকে। আমেরিকার সেই ভয়ানক ইতিহাসের কথা আবারও মনে করিয়ে দিলেন পুতিন।