Bangla Jago Desk : আজ দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ১ ডিসেম্বর অর্থাৎ আজ থেকে সংযুক্ত আরব আমির শাহির দুবাইতে শুরু হয়েছে ২৮ তম বিশ্ব জলবায়ু সম্মেলন। যার নাম দেওয়া হয়েছে, COP-28। উন্নয়নশীল দেশগুলির জলবায়ু পরিবর্তনের মোকাবিলার পথ খুঁজতেই এই বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা যোগ দিয়েছেন এই সম্মেলনে।
ভিও : বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে দুবাইতে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ অর্থাৎ শুক্রবার ১ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী দুবাইতে শুরু হচ্ছে ২৮ তম বিশ্ব জলবায়ু সম্মেলন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশে পাড়ি দেন প্রধানমন্ত্রী । বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী একটি ট্যুইট করে প্রধানমন্ত্রীর দুবাই সফরের বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের মোকাবিলার পথ খুঁজতে পৃথিবীর উন্নয়নশীল দেশগুলির এই সম্মেলন এবং সেখানে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদিও।
বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেই মনে করা হয় । এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সম্মেলনের সাধারণ ইস্যু হিসেবে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত থাকেই। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতে বসেছিল জি২০ শীর্ষ সম্মেলন। সেখানেও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়েছিল। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নকে বিশ্বের জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, দুবাইতে আয়োজিত এই বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও যোগ দেবেন অন্যান্য উন্নয়নশীল দেশের রাষ্ট্রপ্রধানরা। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই জলবায়ু সম্মেলনে আসছেন না বলেই জানা গিয়েছে। দুবাই রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী তরফ থেকে বিবৃতি সামনে এসেছে। ট্যুইটের মাধ্যমে তিনি বলেন, ‘‘প্যারিস চুক্তির অধীনে জলবায়ু পরিবর্তনে মোকাবিলার অগ্রগতি নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে।’’ প্রসঙ্গত এই সম্মেলনের পোশাকি নাম ‘COP28’।
দুবাইয়ের ঐ সম্মেলনে কার্বন ডাইঅক্সাইড-নিঃসরণকারী কয়লা, তেল ও গ্যাসকে পর্যায়ক্রমে বাতিল করার জন্য বিশ্বের প্রথমচুক্তির গ্রহণের বিষয়ে জোর দেওয়া হবে। এ ছাড়াও জলবায়ু পরিবর্তনে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ ব্যবস্থা গ্রহণে গতি আনার লক্ষ্যে বিশ্ব নেতৃত্ব সম্মেলনে মত বিনিময় করবেন।