ad
ad

Breaking News

Cyprus

Cyprus: সাইপ্রাসে সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তারপর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার বিদেশ সফরে গেলেন মোদি।

prime minister narendra modi receives cyprus highest

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: রবিবার ত্রিদেশীয় সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে তাঁর একাধিক কর্মসূচী রয়েছে। সফরে কানাডায় জি-৭ বৈঠকে যোগ দেবার কথা প্রধানমন্ত্রীর। একাধিক কর্মসূচী থাকলেও সবার প্রথমে তিনি যান সাইপ্রাসে। রবিবার সাইপ্রাসে পৌছান প্রধানমন্ত্রী। রবিবার সাইপ্রাসে পৌছোনোর পর লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান সাইপ্রাসের রাষ্ট্রপতি (Cyprus)। সোমবার গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মাকারিও থার্ড’ সম্মান তুলে দেন মোদির হাতে। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডিসের হাত থেকে সম্মান গ্রহণ করেন প্রধানমন্ত্রী‌।

[আরও পড়ুনঃ Puri Ratha Yatra: রথযাত্রার আগে একগুচ্ছ নির্দেশিকা জারি করল ওড়িশা সরকার]

সম্মান গ্রহণের পর ভারত-সাইপ্রাসের বন্ধুত্বের কথা বলেন তিনি। সম্মান পেয়ে প্রধানমন্ত্রী বলেন, “সম্মান পেয়ে আপ্লুত। আমাদের দুই দেশের বন্ধুত্বকে উৎসর্গ করলাম বিশেষ সম্মানে। গ্র্যান্ড ক্রস ১৪০ কোটি ভারতীয়ের জন্য।” ইরান-ইজরায়েলের সংঘাত প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, “যে যুদ্ধ হচ্ছে বর্তমান সময়টা মোটেই যুদ্ধের সময় নয়। ইউরোপ এবং পশ্চিম এশিয়ায় সংঘাত ভারত যথেষ্ট উদ্ধিগ্ন। পাশাপাশি, সাইপ্রাসের (Cyprus) প্রেসিডেন্টকেও ভারতে আমন্ত্রণ জানিয়েছেন মোদি। প্রায় ১০০ জনের প্রতিনিধি দল নিয়ে সাইপ্রাস সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, নমো ক্রোয়েশিয়াতেও যাবেন তিনি। উল্লেখ্য, পহেলগাঁওতে ২৬ পর্যটকের উপর নির্বিচারে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের কার্যকলাপের বদলা নিতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা।

[লিঙ্কঃhttps://www.facebook.com/Banglajagotvofficial ]

পাকিস্তানের মাটিতে থাকা ৯ জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পরেই ভারত-পাকিস্তানের সম্পর্ক অবনতি হয়। তারপর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার বিদেশ সফরে গেলেন মোদি। প্রসঙ্গত,  বহু বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সাইপ্রাস সফর। ১৯৮২ সালে সাইপ্রাস সফরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী এবং ২০০২ সালে যান অটল বিহারী বাজপেয়ী।