ad
ad

Breaking News

দক্ষিণ আফ্রিকার

প্ল্যাটিনামের খনির লিফটে দুর্ঘটনা, নিহত ১১

Bangla Jago TV Desk : দক্ষিণ আফ্রিকার প্ল্যাটিনাম খনিতে দুর্ঘটনা৷ ভেঙে পড়ল শ্রমিক বোঝাই লিফট৷ ঘটনায় 11 জন শ্রমিকের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন 75 জন লিফটে থাকা শ্রমিক৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছে খনি অপারেটর। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উত্তরাঞ্চলের শহর রাস্টেনবার্গের একটি প্ল্যাটিনাম খনিতে৷ সে সময় শ্রমিকদের কাজ শেষে বেরিয়ে আসছিলেন। আহত শ্রমিকদের হাসপাতালে […]

Bangla Jago TV Desk : দক্ষিণ আফ্রিকার প্ল্যাটিনাম খনিতে দুর্ঘটনা৷ ভেঙে পড়ল শ্রমিক বোঝাই লিফট৷ ঘটনায় 11 জন শ্রমিকের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন 75 জন লিফটে থাকা শ্রমিক৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছে খনি অপারেটর। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উত্তরাঞ্চলের শহর রাস্টেনবার্গের একটি প্ল্যাটিনাম খনিতে৷ সে সময় শ্রমিকদের কাজ শেষে বেরিয়ে আসছিলেন। আহত শ্রমিকদের হাসপাতালে ভরতি করা হয়েছে । অধিকাংশের গোড়ালি ও পা ভেঙে গেছে।

অন্যরা ছোটখাটো আঁচড় নিয়ে বেরিয়ে গেছেন। ইমপালা প্ল্যাটিনাম হোল্ডিংসের  কম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা নিকো মুলার এক বিবৃতিতে বলেছেন, “এটি ইমপ্ল্যাটসের ইতিহাসে সবচেয়ে অন্ধকার দিন। লিফটটি কী কারণে ভেঙে পড়ল, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। “দক্ষিণ আফ্রিকা বিশ্বের বৃহত্তম প্ল্যাটিনাম উৎপাদনকারী দেশ। 2022 সালে এই দেশে খনি দুর্ঘটনায় মোট 49 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে ৷

2021 সালে মৃতের সংখ্যা ছিল 74। দক্ষিণ আফ্রিকার সরকারি পরিসংখ্যান অনুসারে, 2000 সালের প্রায় 300 জনের মৃত্যু হয়েছিল খনি দুর্ঘটনায়৷ তারপর থেকে গত দুই দশকে দেশে খনি দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমাগতভাবে হ্রাস পেয়েছে। দক্ষিণ আফ্রিকা প্লাটিনাম উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ। বিশ্বের গভীরতম খনিও দেশটিতে রয়েছে। সোনা, হীরা, কয়লা ও অন্যান্য কাঁচামালের প্রধান রপ্তানিকারক দক্ষিণ আফ্রিকা।

 

FREE ACCESS