Bengla Jago Desk: প্রায় ১ মাস ধরে অব্যাহত ইসরায়েল হামাস সংঘর্ষ। গাজায় হামাস বাহিনীকে খতম করার লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছে ইজরায়েলি সেনা। এই ইহুদিদের হামলায় প্রান হারিয়েছেন ৭ হাজারের বেশি মানুষ। তাদের এই নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে বিভিন্ন দেশে প্রতিবাদ দেখাচ্ছেন প্যালেস্তাইনপন্থীরা। এবার তাদের সমর্থনে নিউ ইয়র্কের একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ দেখালেন কয়েকজন পড়ুয়া। এই বিক্ষোভ চলাকালীন ওই শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীতে বন্দি ছিলেন কিছু ইহুদি পড়ুয়া। বুধবার এই বিক্ষোভ হয় নিউ ইয়র্কের কপার ইউনিয়ন নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানে।
প্যালেস্তাইনপন্থী এই পড়ুয়াদের বিক্ষোভের ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর সেখানেই দেখা যাচ্ছে এই বিক্ষোভের সামিল হওয়া পড়ুয়াদের হাতে আছে বেশ কিছু প্ল্যাকার্ড। যেখানে লেখা রয়েছে, “জিওনিজম আমাদের বিশ্ববিদ্যালয় থেকে দূর হোক”। এই বিক্ষোভে তাদের সাথে ছিল প্যালেস্তানীয় পতাকা। বিক্ষোভের মধ্যে এই পড়ুয়ারা কোন শান্তিপ্রিয় সহাবস্থান করেনি। শিক্ষা প্রতিষ্ঠানের দরজা জানলার মধ্যে জরে জরে ধাক্কা মারতে থাকেন তারা।
এইদিন ওই শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীর মধ্যে আটক ছিলেন ১১ জন ইহুদি পড়ুয়া। যদিও প্রতিষ্ঠানের তরফে এই বিষয়টিকে সম্পূর্ণ নাকচ করা হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে যে ওই বিক্ষোভের কারনে ২০ মিনিটের জন্য লাইব্রেরী বন্ধ রাখা হয়েছিল। সেই সময় আগে থেকেই ওই পড়ুয়ারা ওখানে ছিলেন। স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছিল যে ওই প্রতিষ্ঠানে যতক্ষণ বিক্ষোভ চলেছিল ততক্ষন সেখানে পুলিশ মোতায়ন করা ছিল।
Free Access