Bangla Jago Desk: বাড়ছে ঋণের বোঝা।বর্তমানে ইসলামাবাদে ঋণের বোঝা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার বিলিয়ন পাকিস্তানি রুপি। (pakistan)যা ভারতীয় মূল্যে ২৩ লক্ষ কোটি টাকা। এমনই তথ্য পাক সংসদে দাঁড়িয়ে পেশ করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মহম্মদ ঔরঙ্গজেব।যা পাকিস্তানের অর্থনৈতিক ইতিহাসে নয়া রেকর্ড। এই তথ্য সামনে আসতেই পাক সরকারকে সতর্ক করে আর্থিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বিপুল পরিমাণ ঋণ পাকিস্তানের অর্থনীতির জন্য বিরাট ঝুঁকিপূর্ণ (pakistan) । যদি এই ঋণের বোঝা ও সুদের উপর নজর না দেওয়া হয় সেক্ষেত্রে আগামী দিনে পাকিস্তানের রাজকোষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
আরও পড়ুন:Baruipur: পানীয় জল, রাস্তাঘাটের বেহাল দশা, অবরোধে ফুঁসছে বারুইপুরের দুই গ্রাম
২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করার আগেই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে পাক অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবর্ষে কিছুটা হলেও আর্থিক পরিস্থিতির উন্নতি হয়েছে। লতি অর্থবর্ষের প্রথম ন’মাসে পাকিস্তান সরকার যেমন দেশীয় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছে (pakistan), তেমনই বিদেশ থেকেও ঋণ নিয়েছে। বিভিন্ন ব্যাঙ্ক থেকে পাকিস্তান ঋণ নিয়েছে ৫১ লক্ষ ৫০ হাজার কোটি টাকা।
ঠিক তেমনি অন্য বিভিন্ন জায়গা থেকে ঋণ রয়েছে ২৪ লক্ষ ৫০ হাজার কোটি পাকিস্তানি রুপি। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে জিডিপি বৃদ্ধির হার ২.৫ শতাংশে পৌঁছেছে (pakistan)। ২০২৫ সালে এই বৃদ্ধির হারকে ২.৭ শতাংশ। বলা বাহুল্য, বিগত কয়েক বছর ধরে টালমাটাল হয়েছে পাকিস্তানের অর্থনীতি। পরিস্থিতি এতটাই বেসামাল যে ঋণ করে দেশ চালাতে হচ্ছে তাদের।সাম্প্রতিককালেই ফের একবার আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের থেকে ৭০০ কোটি টাকার ঋণ মকুব করিয়েছে ১০০ কোটি টাকা পেয়েছে পাকিস্তান।
Bangla Jago fb: https://www.facebook.com/Banglajagotvofficial