Bangla Jago Desk: প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়শি দেশ পাকিস্তান। প্রবল বৃষ্টিপাতের ফলে প্লাবিত দেশটির একাধিক রাজ্য। একটানা বর্ষণে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। ৪৪ বছরের বৃষ্টির রেকর্ড ভেঙেছে লাহোরে। বর্ষা ঋতু পড়তেই বন্যা, ভূমিধস দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার নানা দেশে। ঘটছে প্রাণহানির মতো ঘটনা। শুক্রবার পাকিস্তান সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, প্রবল বর্ষণে দেশের বিভিন্ন জায়গা বিপর্যস্ত। ভারী বৃষ্টিতে চার দশকের রেকর্ড ভেঙেছে লাহোরে। চলতি সপ্তাহে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারনে। এর মধ্যে গত তিনদিনে খাইবার পাখতুনখোয়াতেই মৃত্যু হয়েছে প্রায় ২৪ জনের। যার মধ্যে ১২টি শিশু রয়েছে বলে খবর। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দল।
জানা গেছে, ৬ জনের মৃত্যু হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। আগামী দিনে আরো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেখানে। এছাড়াও হড়পা বানের সম্ভাবনা রয়েছে দক্ষিণের এলাকাগুলিতে। দেশের উত্তরাংশে বন্যায় তলিয়ে গেছে বহু বাড়িঘর। বিদ্যুৎহীন বিস্তীর্ন এলাকা। বিপন্ন জনজীবন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় কোনও কোনও এলাকায় বাসিন্দাদের সাবধান করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেও একবার ভয়াবহ বৃষ্টিতে প্লাবিত হয়েছিল পাকিস্তানের একাংশ। দুদিনে প্রাণ হারিয়েছিলেন ৩৭ জন। মৃতদের মধ্যে অধিকাংশই ছিল শিশু। পাক অধিকৃত কাশ্মীরের একাংশও পড়েছিল বন্যা পরিস্থিতির কবলে। প্রসঙ্গত, ২০২২ সালেও ভয়াবহ বন্যার কবলে পড়েছিল পাকিস্তান। সেবার অন্তত ১৮০০ জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হন অন্তত ৩ কোটি মানুষ।