Bengla jago Desk: বিশ্বে কমছে অক্সিজেন। দ্রুত গতিতে কমছে অক্সিজেন।এভাবে চললে আগামীতে অক্সিজেন শূন্য হয়ে যাবে পৃথিবী।এমনটাই বিজ্ঞানীদের ভবিষ্যৎবানী। তাদের ভবিষ্যৎবানী শুনে ভয়ের দিন গুনছে বিশ্ববাসী।তবে বিকল্পের কথাও শুনিয়েছেন বিজ্ঞানীরা। বিশ্ব উষ্ণায়নের ফলে দ্রুত গতিতে কমছে অক্সিজেন।এভাবে চলতে থাকলে আগামীতে অক্সিজেন শূন্য হয়ে পড়বে পৃথিবী। ধ্বংস হয়ে যাবে পৃথিবী।বিজ্ঞানীরা আগেই বিশ্ব উষ্ণায়ন নিয়ে সতর্ক করেছেন। আগামাদিনে পৃথিবীর উষ্ণায়ন এতটাই বেড়ে যাবে যে, স্থলভাগ চলে যেতে পারে সমুদ্রের তলায়।
এবার তুলে ধরলেন আরও একটি ভয়ঙ্কর তথ্য। পৃথিবীর অক্সিজেন শূন্য হয়ে যাবে। বাড়বে কার্বন ডাই অক্সাইড।বিজ্ঞানীদের ভবিষ্যৎবানী,ভবিষ্যৎতে উষ্ণায়নের ফলে মেরু প্রদেশের বরফ গলে স্থলভাগ সমুদ্রের তলায় চলে যেতে পারে। অন্যদিকে ধীরে ধীরে অক্সিজেন কমতে থাকায় একে একে সব জীব বিলুপ্ত হয়ে যাবে।২০২১ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে,পৃথিবীতে চিরস্থায়ী হবে না অক্সিজেন। অন্যদিকে উষ্ণায়নের ফলে কমবে কার্বন ডাই অক্সাইড। আর কার্বন ডাই অক্সাইড ছাড়া বেঁচে থাকতে পারবে না গাছপালাও।
সেক্ষেত্রে গাছপালা না থাকলে পৃথিবীতে অক্সিজেন পাওয়া যাবে না। তাছাড়া অবিচারে কাটা হচ্ছে গাছ।কয়েকবছর ধরে যেহারে গাছ কাটা হচ্ছে তাতে পৃথিবীর ভারসাম্য পালটে যাচ্ছে।ফলে মানবসভ্যতা নিশ্চিন্ত হয়ে যাওয়া নিয়ে ভাবাচ্ছে বিজ্ঞানীসহ সাধারণ মানুষদের। কারন আর কয়েকবছরের মধ্যে যদি বিকল্প কোন ব্যবস্থা না তৈরি হয়। তাহলে সত্যিই কঠিন সমস্যার মুখে পরতে হবে।তবে আশার কথা শুনিয়েছেন বিজ্ঞানীদের একাংশ,আগামী কয়েকশো বছরে অক্সিজেন শেষ হয়ে গেলেও বিকল্প ব্যবস্থা তৈরি হয়ে যাবে।