Bangla Jago TV Desk : ফ্রান্সের রাজধানী প্যারিসে এক ২৬ বছরের তরুণ ছুরি নিয়ে হামলা চালায় পর্যটকদের ওপর। হামলার ঘটনাটি ঘটেছে প্যরিসের আইফেল টাওয়ারের কাছে। হামলার জেরে নিহত হয় এক জার্মান পর্যটক ও আহত হয় আরও দুজন। হামলার ঘটনাটি ঘটেছে শনিবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে। ওই তরুণ প্রথমে আইফেল টাওয়ার থেকে কিছুটা দূরে ছুরি দিয়ে হামলা চালায় এক পর্যটক দম্পতির উপর। সেই হামলার জেরেই নিহত হন এক জার্মান পর্যটক।
এই ঘটনার পর পুলিশ তাকে গ্রেফতার করার আগে ফের দুজনকে হাতুড়ি দিয়ে হামলা চালায় তাতে আহত হন দু জন। পুলিশের ধারণা, ভূমিকম্পের জেরে আফগানিস্তান ও ইজরায়েলের হামলায় গাজায় বহু সংখ্যক নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। এই কারণেই তিনি ক্ষুব্ধ হয়ে ছুরি নিয়ে এই হামলা চালায়। হামলার কথা নিশ্চিত করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। তিনি জানিয়েছেন দুষ্কৃতিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান অভিযুক্ত ব্যক্তি নাকি মানসিক ভারসাম্যহীন।
২০১৬ সালে হামলার পরিকল্পনা করার অপরাধে তিনি ২৬ বছরের ওই তরুণ ৪ বছর ধরে জেলে ছিলেন। অভিযুক্ত ফ্রান্সের নিরাপত্তা সংস্থায় কাজ করতেন। এই হামলার ঘটনায় ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই হামলা ফ্রান্সের গণতন্ত্রের বিরুদ্ধে আঘাত। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এই হামলার পিছনে অন্য কিছু কারণ ছিল কিনা তা খতিয়ে দেখার তদন্ত ভার নিয়েছে ফ্রান্সের সন্ত্রাসবিরোধী সংস্থা।
FREE ACCESS