চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। ওপার বাংলার উগ্রবাদীদের মধ্যে ক্রমশ ছড়িয়ে পড়ছে ভারত বিদ্বেষ। পাশাপাশি অভিযোগ উঠছে, মৌলবাদীদের হাতে ক্রমাগত অত্যাচারিত হতে হচ্ছে সংখ্যালঘুদের। এই আবহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে একটি চিঠি লিখেছেন। সম্প্রতি হয়ে যাওয়া বাংলাদেশের জাতীয় দিবসে প্রধানমন্ত্রী মোদি এই চিঠিটি লিখেছেন।
চিঠিতে নরেন্দ্র মোদি মহম্মদ ইউনুসের প্রতি লিখেছেন, ‘বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা জানাই। এই দিনটি আমাদের ভাগ করা ইতিহাস এবং আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপনকারী ত্যাগের সাক্ষ্য। বাংলাদেশের মুক্তি সংগ্রামের চেতনা আমাদের সম্পর্ককে পরিচালিত করে চলেছে, যা অনেক ক্ষেত্রেই সমৃদ্ধ হয়েছে এবং আমাদের জনগণের জন্য সুনির্দিষ্ট সুবিধা বয়ে এনেছে।’
প্রধানমন্ত্রী মোদি লিখেছেনন, ‘শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের অভিন্ন আকাঙ্ক্ষা এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’
জানা গিয়েছে, দুই দেশের এই দুই শীর্ষ নেতা ৩-৪ এপ্রিল ব্যাঙ্ককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ঢাকা দ্বিপাক্ষিক বৈঠকের আহ্বান জানিয়েছে, যদিও ভারত এখনও পর্যন্ত এই বিষয়ে নীরব রয়েছে।
দেশব্যাপী আন্দোলনের পর ভারতের পুরনো বন্ধু শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করার পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ক্ষমতা পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী এবং অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। সংখ্যালঘুদের উপর হামলার খবরের মধ্যে ভারত বাংলাদেশকে তার উদ্বেগের কথা জানিয়েছে। এ প্রসঙ্গে ঢাকা বলেছে, হামলাগুলি সাম্প্রদায়িক নয় বরং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল।
[আরও পড়ুন: ক্যাম্পাসে রাজনৈতিক দলের কোন মিটিং নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের]
২৬ মার্চ (বুধবার) মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করার সময় শেখ মুজিবউর রহমানের নাম একবারও উচ্চারণ করেনি। রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার ভাষ্যে স্বাধীনতা ঘোষণা হওয়ার কথা আছে।
কিন্তু কে করলেন, কী ভাবে করলেন, কোন পরিপ্রেক্ষিতে করলেন- এসবের কোনও উল্লেখই নেই। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসকে শুভেচ্ছা জানান। চিঠিটি বাংলাদেশে ভারতের হাই-কমিশন থেকে প্রকাশ করা হয়।