চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk : হাতে মাত্র আর কয়েক দিন সময় বাকি রয়েছে। তারপরেই ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। যে কারণে চলছে হস্তান্তর প্রক্রিয়া। আর এই আবহের মধ্যে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো উত্তর কোরিয়া। ট্র্যাম্পের শপথ গ্রহণের আগে কেন কিম এভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে সেই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
জানা গেছে মঙ্গলবার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূল থেকে একের পর এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যা ২৫০ কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে সক্ষম। এখানেই থেমে নেই উত্তর কোরিয়া। তারা আরো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে প্রস্তুতি নিচ্ছে।
আর এই প্রসঙ্গ নিয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপস অফ স্টাফ এর মতে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা নাগাদ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। অনুমান এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, উত্তর কোরিয়ার জাগ্যাং প্রদেশ থেকে। ইতিমধ্যে উত্তর কোরিয়া এই কার্যক্রমের দিকে যথেষ্ট নজর রেখেছে। পাশাপাশি এই সমস্ত তথ্য আমেরিকা এবং জাপান কেও দেওয়া হচ্ছে। অন্যদিকে কিমের দেশকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে দক্ষিণ কোরিয়া।