ad
ad

Breaking News

Masood Azhar

Masood Azhar: ‘মাসুদ আজহার পাকিস্তানে নেই’ দাবি বিলাওয়াল ভুট্টো জারদারির

পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর বদলা নিতে ৬ থেকে ১০ মে 'অপারেশন সিঁদুর' চালায় ভারতীয় সেনা।

masood-azhar-operation-sindoor-bilawal-bhutto-afghanistan-claim

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk:গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’। পাক ভূমিতে একের পর এক গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গি-ঘাঁটি। আর তার পর থেকেই বেশ কিছুটা ব্যাকফুটে পাকিস্তান। এবার পাক রাজনীতিবিদ বিলাওয়াল জারদারি মন্তব্য করে বসলেন সংসদ হামলার মূলচক্রী মাসুদ আজহারকে নিয়ে। ভারতের ওয়ান্টেড তালিকার শীর্ষে রয়েছে মাসুদ আজহার। সে যে পাক ভূখণ্ডেই রয়েছে এবং বহাল তবিয়তেই রয়েছে, এমন প্রমাণ বারবার মিলেছে। কিন্তু এবার অদ্ভুত কথা বললেন বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি দাবি করলেন, আজহার মোটেই পাকিস্তানে নেই। সে রয়েছে আফগানিস্তানে। তিনি ও বলেন, জইশ প্রধানের পাকিস্তানে থাকার প্রমাণ যদি দিতে পারে নয়াদিল্লি, সেক্ষেত্রে ইসলামাবাদই তাকে গ্রেফতার করবে।(Masood Azhar)

[আরও পড়ুনঃ Cop Pulls Rickshaw: রিকশা টানছেন পুলিশকর্মী, উল্ট রথে মানবিক মুখ কলকাতায়]

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পিপিপি প্রধান বিলাওয়াল জারদারির বক্তব্যে উঠে আসে হাফিজ সইদের নামও। তিনি বলেন, ‘হাফিজ সইদ এখানে বহাল তবিয়তে রয়েছে একথাটা ঠিক নয়। আর মাসুদ আজহারের কথা যদি বলেন আমরা ওকে গ্রেফতার করতে পারিনি কিংবা চিহ্নিত করতে পারিনি। ওর আফগান জেহাদিদের সঙ্গে অতীত সম্পর্ক মাথায় রেখে বলতে পারি, আমাদের বিশ্বাস ও আফগানিস্তানেই রয়েছে। যদি ভারত সরকার আমাদের তথ্য দিতে পারে যে ও পাকিস্তানের মাটিতেই রয়েছে, সেক্ষেত্রে আমরা ওকে খুশি মনে গ্রেফতার করতে পারি।'(Masood Azhar)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

প্রসঙ্গত, ২০০১ সালের সংসদ ভবনে হামলা এবং ২০০৫ সালে অযোধ্যায় বিস্ফোরণ সহ একাধিক নাশকতায় হাত রয়েছে মাসুদ আজহারের। ২০১৯ সালে পুলওয়ামা হামলার অন্যতম চক্রীও সে। পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর বদলা নিতে ৬ থেকে ১০ মে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গার জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিনের সদর দফতর গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সময়ই ভাওয়ালপুরে জইশের সদর দফতর জামিয়া মসজিদ সুভান আল্লায় হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। তাতে মৃত্যু হয় মাসুদের বড় বোন, তার স্বামী, এক ভাগ্নে, তার স্ত্রী, এক ভাইপো এবং জ্ঞাতি সম্পর্কের পাঁচ শিশুরও। কিন্তু মাসুদ আজহার বহাল তবিয়তেই রয়েছে বলে জানা গিয়েছে।(Masood Azhar)