ad
ad

Breaking News

Los Angeles

বিধ্বংসী আগুনে জ্বলছে লস অ্যাঞ্জেলস, উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন জেল বন্দিরাও

মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ যা গত কাল ছিল ১০

Los Angeles is burning with devastating fire, prison inmates are also jumping to rescue

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে আমেরিকার লস অ্যাঞ্জেলস প্রদেশকে। প্রথমের দিকে এই আগুন পাহাড়ি এলাকাতে লাগলেও পরের দিকে এই আগুন ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার নানা প্রান্তে। এখনও পর্যন্ত আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে প্রায় ৩৭ হাজার একরেরও বেশি অঞ্চল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ যা গত কাল ছিল ১০। আহতের সংখ্যা বহু। দমকল বাহিনী উদ্ধার কারি দল এমনকি পুলিশের মধ্যেও অনেকেই এই আগুনে জেরে গুরুতর জখম হয়েছে, তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এই আগুনে পুড়ে গিয়েছে বহু বাড়ি বহু ভবন।

[ আরও পড়ুনঃ ফের পুলকারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন শহর কলকাতায়]

বহু মানুষকে নিরাপদে সরিয়ে আনলেও এখনও বহু মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদেরকেও সরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। রাত দিন অকালন্ত ভাবে পরিশ্রম করছে দমকলবাহিনী। তাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করতে দেখা গেল জেল বন্দিদেরও। প্রায় ১০০০ মতো জেল বন্দি পরিশ্রম করছে এই দাবানল নেভানোর কাজে।

এই সমস্ত জেলবন্দিরা কমলা রঙের জাম্পস্যুট পড়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে দমকলকর্মীদের সঙ্গে। এই লড়াই দেখে সত্যি চোখের কোণায় জল আসার মতো। আমেরিকায় দমকল কর্মীদের মনে করা হয় বীর যোদ্ধা, অন্যদিকে জেল বন্দি দেখলেই নাক সিটকান আমেরিকার বাসিন্দারা। অথচ নিজের দেশের সাধারণ মানুষদের বাঁচানোর জন্য নিজের প্রাণের ভয় না করে ঝাঁপিয়ে পড়েছেন তারা উদ্ধারের কাজে।

জেল খাটা মানুষ মানেই তাকে দাগী বলে তকমা দেওয়া হয়ে যায়। আর আজ তারাই বীর যোদ্ধাদের মতো কাজ করে দেখালেন যা সত্যি অতুলনীয়। এর বিনিময়ে তাদের কোন পুরস্কার লাগবেনা, না লাগবে কোন স্বীকৃতি, তাদের একমাত্র লক্ষ্য দেশের এই পরিস্থতি সকলে মিলে সামাল দেওয়া। আর তাদের এইভাবে কাজ দেখে সকলেই প্রশংসায় ভরিয়ে তুলেছেন ইতিমধ্যেই।